আরও পড়ুন: চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় কলা বউকে পালকিতে করে মন্দিরে নিয়ে আসা হত
চার বছরের প্রজ্ঞাশ্রী যে শুধু নামতা মুখস্থ বলে চমকে দিয়েছে তাই নয়, সে এই বয়সে সংস্কৃত শ্লোক স্পষ্ট উচ্চারণ করে মুগ্ধ করেছে নেটিজনদের।মালদহের চাঁচল সদরের খুদে কন্যা প্রজ্ঞাশ্রী মজুমদার। তার এই সাফল্যে খুশি পরিবার সহ প্রতিবেশীরা। প্রজ্ঞাশ্রীর মা পৌলোমী রায় চাঁচল কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। তিনি বলেন, খুব ছোট থেকেই মেয়ের মধ্যে মুখস্থ করার প্রবণতা রয়েছে। যে কোনও বিষয় খুব সহজে মনে রাখতে পারে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখে তিনি নিজের মেয়ের এই দক্ষতা তুলে ধরে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তোলার উদ্যোগ নেন বলে জানিয়েছেন।
advertisement
পরিবারের থেকে জানা গিয়েছে, একেবারে ছোট থেকেই যা শুনত বা দেখত তা মাথায় গেঁথে যেত প্রজ্ঞাশ্রীর। বিষয়টি নজর এড়ায়নি খুদের মা সহ পরিবারের কারোর। দেড় বছর বয়স থেকেই মুখস্ত বিদ্যার প্রতি এই খুদের অসামান্য দক্ষতা। আগামী দিনে প্রজ্ঞাশ্রীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে তার পরিবার। এদিকে উপহার পেয়ে এই অল্প বয়সেই খুশি খুদে কন্যা।
হরষিত সিংহ