TRENDING:

Malda Flood: পুজোর আগে ফুঁসছে মহানন্দা! বানভাসি মালদহ শহরের অসংরক্ষিত এলাকা

Last Updated:

মহানন্দা নদীর জল বৃদ্ধি পাচ্ছে। ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার অসংরক্ষিত এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বানভাসি বহু এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: উত্তরবঙ্গে ভারী বর্ষণের জের,পুজোর আগে নতুন করে বানভাসি মহানন্দা নদীর তীরবর্তী অঞ্চল। মালদহের অন্যান্য নদীগুলির সঙ্গে মহানন্দা নদীর জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার নদী তীরবর্তী ওয়ার্ড গুলির অসংরক্ষিত এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। গত সপ্তাহে ভারী বর্ষণের জেরে আবারও মহানন্দা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে।
advertisement

প্লাবিত হয়েছে ইংরেজবাজার পুরসভার ৮,১২,১৩ নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী বস্তি এলাকাগুলি। এছাড়াও পুরাতন মালদহ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নতুন করে মহানন্দা নদীর জলে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। আমরা পুরসভার পক্ষ থেকে ত্রাণ শিবির খুলে দিয়েছি। সেখানে সকলের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন:কখনও ডিঙি বেয়ে, কখনও সাইকেল ঠেলে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি! দুই আশা কর্মীর কাজের ভিডিও ভাইরাল

সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ব্যাপক হারে মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মহানন্দা নদীর জল স্তর ২০.৮৭ মিটার রয়েছে। বিপদসীমার অনেকটাই কাছাকাছি রয়েছে মহানন্দা নদীর জল স্তর। নতুন করে বন্যার জল এলাকায় ঢুকে পড়ায় বাড়ি ঘর ছাড়ছেন বাসিন্দারা। পুজোর আগে বানভাসি দুই পুরসভার নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda Flood: পুজোর আগে ফুঁসছে মহানন্দা! বানভাসি মালদহ শহরের অসংরক্ষিত এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল