একজন প্রকৃত মৎস্যজীবীর মৎস্যজীবী কার্ড থাকলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সুবিধা হবে তার। একজন মৎস্যজীবীর ফিশারি ম্যান রেজিস্ট্রেশন থাকলে কি কি সুবিধা পেতে পারেন, ফিশারি ম্যান হিসেবে রেজিস্ট্রেশন করলে একজন মৎস্যজীবী হিসাবে পরিচয় পত্র পাবেন। মৎস্যজীবীদের জন্য সরকারি যে বীমা রয়েছে সেই বীমার আওতায় আসতে পারবে মৎস্যজীবী। মৎস্যজীবীদের একটি করে পরিচয় পত্র দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: অত্যাধুনিক গবেষণা কেন্দ্র পাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল, চিকিৎসায় আসতে পারে বড় বদল
সীমান্তবর্তী এলাকায় নদী বা সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরতে যান তাদের পক্ষে এই মৎস্যজীবী পরিচয় পত্র অনেক উপকার করবে। মালদহ জেলা মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় বর্তমানে ১৪ হাজার ৮০০ মৎস্যজীবী রয়েছেন যারা সরকারিভাবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। দুয়ারে সরকারের পঞ্চম পর্যায়ে জেলার প্রতিটি ব্লকে বহু মৎস্যজীবী নতুন করে নাম নথিভুক্ত করণের জন্য আবেদন করেছেন।
শীঘ্রই তাদের পরিচয় পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।একজন মৎস্যজীবী হিসাবে পরিচয় পত্র পাওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে হবে। তার জন্য নিজেকে অবশ্যই মৎস্যজীবী হতে হবে। অনলাইন নয় ব্লক স্তরের মৎস্য দফতরের মৎস্যজীবীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।
হরষিত সিংহ