প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এই মৎস্য প্রজনন কেন্দ্র থেকে সাধারণ মানুষের কাছে সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি করা হয়। স্থানীয় আশেপাশের বাসিন্দারা কম দামে মাছ কিনতে পেরে খুশি। শুধু খোলাবাজারেই নয় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রের মাছ পাইকারি মূল্য বিক্রি করা হয়ে থাকে এখান থেকে।
আরও পড়ুন ছলনা করে প্রেমিককে ডেকে আনল স্ত্রী, মুন্ডু কেটে আলাদা করল স্বামী!
advertisement
পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎসপ্রজনীন কেন্দ্র সাগরদিঘী। প্রতিবছর এখানে কয়েক কোটি মাছের ডিম ফোটানো হয়। পাশাপাশি সাগরদিঘীতে রুই, কাতলা, সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির মিষ্টি জলের মাছ চাষ করা হয়। এখানকার বড় মাছ পাইকারি ও খুচরো মূল্যে বাজারে বিক্রি করা হয় সরকারি উদ্যোগেই। তবে মাঝে কিছুদিন সরকারি সহায়ক মূল্যে খুচরো মাছ বিক্রি বন্ধ ছিল এই প্রজনন কেন্দ্রে।
মালদহ জেলা মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি করা এখানে। মাছের ওজন হিসাবে দাম ধার্য করা রয়েছে। ১ কেজির নিচে রুই বা কাতলা মাছ ১০০ টাকা কেজি। এক থেকে দেড় কেজির মধ্যে রুই ও কাতলা মাছ দেড়শো টাকা কেজি। ২ কেজির ওপরে যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলি ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় খুচরো বাজারে।
মাঝে অনেকদিন বিক্রি বন্ধ ছিল। আবার চলতি সপ্তাহ থেকে চালু হল মাছ বিক্রি। স্থানীয়রা চাইছেন নিয়মিত প্রশাসনের তরফ থেকে খুচরো মূল্য বিক্রি করা হোক মাছ। যদিও এখনও নিয়মিত বিক্রি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মৎস দফতরের কর্তারা। আগের নিয়মেই চলবে মাছ বিক্রি। এমনটাই জানিয়েছেন তাঁরা।
হরষিত সিংহ