মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই বাইক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছিলেন জয় কুণ্ডু (২৩)। তাঁর বাড়ি হবিবপুরের কেন্দুয়া গ্রামে। এদিন সকালে তিনি কালিয়াচক থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাধাপুকুর বাইপাস এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় থাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।
advertisement
চিকিৎসা চলাকালীন দুপুর বারোটা নাগাদ ওই যুবকের মৃত্যু হয়। মৃতের পরিজনদের অভিযোগ, সকালে ভর্তি করলেও ঠিক করে চিকিৎসা হয়নি। চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে ওই যুবকের সমস্যা জানার চেষ্টা করেননি বলে জানিয়েছেন পরিজনরা। কার্যত বিনা চিকিৎসায় জয় কুণ্ডুর মৃত্যু হয়েছে বলে দাবি। ওই যুবকের মৃত্যুর পরই পরিবারের সদস্যরা চিকিৎসক ও নার্সদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়।
হরষিত সিংহ