বিভিন্ন ধরনের চুলের ফ্যাশনের পাশাপাশি মুখের ফেসিয়াল করায়ও পিছিয়ে নেই তাঁরা। মালদহ শহরের লেডিস বিউটি পার্লার গুলিতে বিশাল ভির। পুজোর প্রায় এক মাস আগে থেকে শুরু হয়েছে মহিলাদের রূপসজ্জা।তবে এখন শেষ মুহূর্ত। তাই শহরের অধিকাংশ পার্লার গুলিতে গভীর রাত পর্যন্ত লম্বা লাইন। রাত জেগে কাজ করছেন পার্লারের কর্মীরা। পুজোয় সকলেই নিজেকে ফিট রাখতে জোর দিচ্ছেন এখন। করোনার জেরে গত দুইবছর পুজোয় তেমন আনন্দ হয়নি। এবার করোনা পরিস্থিতি কাটিয়ে সমস্ত কিছুটা স্বাভাবিক। তাই পুজোর আগে থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। মহিলাদের পার্লার গুলিতে ভিড় উপচে পড়ছে। সকলেই নিজের মতো করে রূপচর্চা করে নিচ্ছেন।
advertisement
আরও পড়ুন: কানাড়া ব্যাঙ্কে বিপুল শূন্যপদে নিয়োগ, আজই স্বপ্নপূরণ করুন
আরও পড়ুন: রান্নাঘরের ৫০০০ পর্ব! বাংলার সবচেয়ে বড় রান্নার শোয়ে থাকছে নতুন চমক
ইতিমধ্যে মালদহ শহরে একাধিক কোম্পানীর পার্লার খুলেছে। পাঁচ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে চুল স্ট্রেট বা স্পা করতে। মালদহ শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনি, রথবাড়ি সহ একাধিক বিউটি পার্লারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল। কেউ চুলের স্পা বিভিন্ন ফ্যাশন চুলের কালার,কেউ বা চুলে বিভিন্ন ডিজাইন আবার কাউকে দেখা গেল বিভিন্ন ধরনের মুখে ফেসিয়াল করছে বিউটি পার্লারে।এবার পুজোয় রুপচর্চায় কে কাকে হার মানাবে? চুলের ফ্যাশনে নর্মাল স্ট্রেড হেয়ার কাট, নাকি ফ্যাশন কালার হেয়ার এগিয়ে? তবে সবমিলিয়ে পুজোর বাজারে ভিড় বাড়ায় খুশি পার্লার মালিকেরা।
হরষিত সিংহ