TRENDING:

Malda News: ফরাক্কা এনটিপিসি দত্তক নিল আদিনা পার্কের ৯৩ টি চিতল হরিণ! বছরে খরচ কত জানেন?

Last Updated:

আদিনা ডিয়ার পার্কের মোট ৯৩ টি হরিণ দত্তক নিল ফারাক্কা এনটিপিসি। এক বছরের জন্য চুক্তি হয়েছে। বছরে কত খরচ হবে জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বন্য প্রাণীরও অবিভাবক হতে পারবেন আপনি। তার জন্য খুব একটা বেশি খরচ করতে হবে না। বনের রাজা সিংহ থেকে বাঘ এমনকি অনান্য পশুর দত্তক নেওয়া যায়। বন্য প্রাণী সংরক্ষণ আইনে এমনটাই উল্লেখ রয়েছে। আর এই আইনের মাধ্যমেই ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ দত্তক নিল হরিণের। মালদহের আদিনা ডিয়ার পার্কের সমস্ত হরিণ এক বছরের জন্য দত্তক নিল ফরাক্কা এনটিপিসি।
advertisement

ইতিমধ্যে মালদহ জেলা বন দফতরের সঙ্গে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের এক বছরের চুক্তি হয়েছে। দুই একটি দু’টি নয়, একসঙ্গে ৯৩ টি চিতল হরিণ দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)। মালদহ বন দফতরের ডিএফও জিজু জেসফার জি বলেন, এক বছরের জন্য ফারাক্কা এনটিপিসি আদিনা ডিয়ার পার্কের ৯৩ হরিণ দত্তক নিয়েছে। এর জন্য বছরে তাদেরকে ৯ লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে।

advertisement

আরও পড়ুন:ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য মনসুর যা করলেন! এমনটা স্বপ্নেই হয়

মালদহের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আকর্ষণ আদিনা ফরেস্টের ডিয়ার পার্ক। মালদহের এই ডিয়ার পার্কের সমস্ত হরিণের ভরণপোষণের দায়িত্ব এবার ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের হাতে। আদিনা ফরেস্টের ভিতরে থাকা পরিত্যক্ত বিশাল জলাশয়টি সংস্কারের পর সৌন্দর্যায়নের পরিকাঠামো তৈরি করে দেবে এনটিপিসি। এছাড়াও একটি ব্যানিজিক সংস্থা আদিনা ডিয়ার পার্কের ৫ টি হরিণ ও কিছু বিদেশি পাখির দত্তক নিয়েছে। ওই সংস্থার বছরে ১ লক্ষ ৮ হাজার টাকা খরচ হবে এর জন্য।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ফরাক্কা এনটিপিসি দত্তক নিল আদিনা পার্কের ৯৩ টি চিতল হরিণ! বছরে খরচ কত জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল