ইতিমধ্যে মালদহ জেলা বন দফতরের সঙ্গে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের এক বছরের চুক্তি হয়েছে। দুই একটি দু’টি নয়, একসঙ্গে ৯৩ টি চিতল হরিণ দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)। মালদহ বন দফতরের ডিএফও জিজু জেসফার জি বলেন, এক বছরের জন্য ফারাক্কা এনটিপিসি আদিনা ডিয়ার পার্কের ৯৩ হরিণ দত্তক নিয়েছে। এর জন্য বছরে তাদেরকে ৯ লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে।
advertisement
আরও পড়ুন:ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য মনসুর যা করলেন! এমনটা স্বপ্নেই হয়
মালদহের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আকর্ষণ আদিনা ফরেস্টের ডিয়ার পার্ক। মালদহের এই ডিয়ার পার্কের সমস্ত হরিণের ভরণপোষণের দায়িত্ব এবার ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের হাতে। আদিনা ফরেস্টের ভিতরে থাকা পরিত্যক্ত বিশাল জলাশয়টি সংস্কারের পর সৌন্দর্যায়নের পরিকাঠামো তৈরি করে দেবে এনটিপিসি। এছাড়াও একটি ব্যানিজিক সংস্থা আদিনা ডিয়ার পার্কের ৫ টি হরিণ ও কিছু বিদেশি পাখির দত্তক নিয়েছে। ওই সংস্থার বছরে ১ লক্ষ ৮ হাজার টাকা খরচ হবে এর জন্য।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হরষিত সিংহ