অন্য দিকে পুরাতন মালদহের ব্লকের মুচিয়া এলাকায় একজনের মৃত্যু হয়েছে। মোথাবাড়ির বাঙ্গিটোলা হাই স্কুল সংলগ্ন একটি নারকেল গাছে বাজ পড়ে। আতঙ্কে অসুস্থ স্কুলের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। অসুস্থদের ভর্তি করা হয়েছে বাঙ্গিটোলা স্বাস্থ্য কেন্দ্রে।
মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম কৃষ্ণ চৌধুরী(৫২)। বাড়ি মালদহ থানার মুচিয়া গ্রামে। নজরুল শেখ(৩৩)। বাড়ি মোথাবাড়ি থানার বাবল পাঠান পাড়া। কালিয়াচক এলাকায় উম্মে কুলসুম(৬)। বাড়ি কালিয়াচক থানার শেরশাহী মারুপুর।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্ত! বিডিও-র বিরুদ্ধে কারচুপির অভিযোগে নির্দেশ হাইকোর্টের
এ ছাড়াও কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙিটোলা এলাকার হাই স্কুলের সাতজন পড়ুয়া বজ্রবিদ্যুতে আহত হয়েছে। তারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরের পর হঠাৎ কালো মেঘে ঢেকে যায়।শুরু হয় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি। বাঙিটোলা স্কুলে ক্লাস চলছিল।সেই সময় বজ্রবিদ্যুতের ঝলকানিতে সাত পড়ুয়া জখম হয়।
তারা মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। মৃতদের দেহ তিনটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। মৃতের এক আত্মীয় সুধির চৌধুরী বলেন, বৃষ্টির সময় আম বাগানে ছিল।সেই সময় বাজ পড়ে।
হরষিত সিংহ