TRENDING:

Malda News: সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

Last Updated:

আমবাগান থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: আমবাগান থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। পরিবারের লোকেদের অভিযোগ কেউ বা কারা খুন করে দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে। যদিও স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার । বৃহস্পতিবার মালদহের চাঁচল থানার গোপালপুর গ্রামের ঘটনা। তবে খুন নাকি আত্মহত্যা তার তদন্তে নেমেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চাঁচল থানার পুলিশ।
মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন 
মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন 
advertisement

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মনজির ঔরঙ্গজেব(৩৪)।চাঁচল থানায় সিভিক ভলান্টিয়ারে কর্মরত ছিলেন।বাড়িতে রয়েছে দুই নাবালক সন্তান সহ স্ত্রী ও বাবা মা। বৃহস্পতিবার সকালে এলাকার কৃষকেরা চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় আমবাগানে ওই সিভিকের ঝুলন্ত দেহ দেখতে পায়।তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।পরিবারের লোকেদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় চাঁচল থানায় কর্মরত এক মহিলা সিভিক দলবল নিয়ে মনজিরের বাড়িতে চড়াও হন।মনজির বাড়িতে না থাকায় তার স্ত্রী ও মাকে হুমকি দেন এবং বলেন,'মনজির আমার ফোন রিসিভ করছেনা।যদিও ফোন না তুলে প্রাণেমেরে ফেলব!' অভিযোগ,সেই হুমকির পর থেকেই নিখোঁজ ছিল মনজির।বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।সকাল হতেই বাড়িতে এসে পৌঁছায় দুঃসংবাদ।পরিবারের দাবি,ওই মহিলা সিভিক ফিরদৌসি খুন করেছে মনজিরকে।

advertisement

আরও পড়ুন: 'ঘ্যাচাং ফুঁ'... এবার 'বিশেষ' 'বিশেষ' বিধায়কদের 'চাকরির রিকোয়েস্ট' নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার! করলেন সতর্কও

আরও পড়ুন: 'ইতনা গুস্সা কিঁউ?...' নেতাজি ইনডোর থেকে হুঙ্কার মমতার! কেন্দ্রের আমন্ত্রণ নিয়ে দাগলেন তোপ!

View More

এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবার। মৃতের এক আত্মীয় মতিউর হক বলেন, রাত থেকে নিখোঁজ ছিল। তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার। তাঁর এক মহিলা সহকর্মী বাড়িতে এসে চড়াও হয়। হুমকি দিয়ে রায়।। আমরা জানিনা কি কারণে হুমকি দিয়েছে। বৃহস্পতিবার সকালে আম বাগানের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমাদের অনুমান খুন করেছে কেউ বা কারা। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পুলিশ ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল