পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বাইক আরোহীর নাম নয়ন মন্ডল(১৭)। বাড়ি হবিবপুর থানার কেন্দপুকুরের লালপুর গোদরা গ্রামে। মৃত বাইক আরোহীর পরিবারে রয়েছে বাবা বিশু মণ্ডল, মা ভারতি মণ্ডল।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিজের বাইকে করে পুরাতন মালদহ থানার সাহাপুরের নিত্যানন্দপুরে আত্মীয়ের বাড়ি আসছিলেন। মাকে আত্মীয়ের বাড়ি থেকে মাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার সময় মহামায়া মন্দিরের কাছে একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহীর।
advertisement
স্থানীয়রা দ্রুত ওই যুবককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা। দুর্ঘটনার জেরে লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। যান চলাচল বন্ধ হয়ে পড়ে রাজ্য সড়কে। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করে ঘটনার তদন্ত নেমেছে মালদহ থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত বাইক আরোহীর পরিবারসহ গোটা গ্রাম।
Harashit Singha