খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। সংঘর্ষ ও বিবাদের ঘটনায় দুজনকে গ্রেফতার করে রাতেই। এদিকে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হলে তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজন থাকায় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, রতন হালদার (২৬) ও মিঠুন সিংহ (২৯)।
advertisement
আরও পড়ুনঃ নির্যাতিতা মহিলাদের সহায়তায় নভেম্বরেই চালু হচ্ছে ওয়ান স্টপ সেন্টার
বাড়ি সাহাপুর নাগেশ্বরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল, সুরজ চৌধুরী ও সনু চৌধুরী। ঘটনাস্থলে পুলিশকে দুইজনকে গ্রেফতার করে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকার শান্ত হলে শুরু হয় বিসর্জন পর্ব। পুলিশ পহারায় এদিন রাতে এলাকার সমস্ত প্রতিমা বিসর্জন করা হয় নাগেশ্বরপুর মহানন্দা নদী ঘাটে। এদিনের সংঘর্ষের ঘটনার তদন্ত নেমেছে মালদহ থানার পুলিশ
Harashit Singha