কেন্দ্রের এই প্রতিনিধি দলে তিনজন সদস্য আছেন।তাঁরা শুক্রবার সকালে কালিয়াচক-৩ ব্লক, বৈষ্ণবনগরের কামারপাড়া , চরি অনন্তপুর সহ বিভিন্ন এলাকায় যান। সরাসরি গ্রামের মানুষের সঙ্গে কথা বললেন। জানতে চান আবাস যোজনার তালিকা নিয়ে তারা সন্তুষ্ট কিনা। কারোর কোনও অভিযোগ থাকবে সেটাও বলতে বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন মালদহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: পরবর্তী অপারেশনের ঠিক আগে পুলিশের জালে ডাকাত দল, তারপর কি হল!
বৃহস্পতিবার জেলায় এসে পৌঁছয় কেন্দ্রের এই প্রতিনিধি দল। ওইদিনই জেলা প্রশাসনিক ভবনে জেলার ১৫ টি ব্লকের বিডিওদের নিয়ে তাঁরা বৈঠক করেন। এই দলে আছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং, অ্যাসিসটেন্ট কমিশনারএম এস চাহাত সিং, ও অ্যাসিসটেন্ট সেকশন অফিসার গৌরব আহুজা।
শনিবারেও কেন্দ্রের প্রতিনিধি দল মালদহের আরও বেশ কয়েকটি ব্লকে যাবেন। বিশেষ করে আবাস যোজনার ঘর নিয়ে সবচেয়ে বেশি যে ব্লকগুলোতে অভিযোগ উঠেছে, সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নজর সবচেয়ে বেশি। ফিরে গিয়ে তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে রিপোর্ট দেবেন। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলাজুড়ে।
হরষিত সিংহ





