TRENDING:

Malda News: আবাসের ঘর কারা পেল? প্রকৃত তথ্য জানতে মালদহে কেন্দ্রের দল

Last Updated:

প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। তালিকার যে কয়েকটি নাম সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অট্টালিকার মালিকরাও নাকি সরকারের কাছ থেকে টাকা পাবেন বাড়ি তৈরির জন্য! তবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে‌ও তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: আবাস যোজনার তালিকা নিয়ে এখন‌ও উত্তাল সারা বাংলা। এরমধ্যে যে জেলাগুলি নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি তার প্রথম সারিতেই নাম আছে মালদহের। অভিযোগ উঠেছে, এই জেলায় কোথাও তালিকায় প্রভাবশালীদের নাম, আবার কোথাও প্রকৃত প্রয়োজনীয় ব্যক্তির নাম বাদ পড়েছে তালিকা থেকে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করে প্রায় চল্লিশ হাজার নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও আমজনতার একটা বড় অংশের অভিযোগ, এখনও বহু নাম তালিকায় থেকে গিয়েছে যাদের পাকা দু-তিনতলা বাড়ি আছে। এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখার জন্য মালদহে এসে পৌঁছেছে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি দল।
advertisement

কেন্দ্রের এই প্রতিনিধি দলে তিনজন সদস্য আছেন।তাঁরা শুক্রবার সকালে কালিয়াচক-৩ ব্লক, বৈষ্ণবনগরের কামারপাড়া , চরি অনন্তপুর সহ বিভিন্ন এলাকায় যান। সরাসরি গ্রামের মানুষের সঙ্গে কথা বললেন। জানতে চান আবাস যোজনার তালিকা নিয়ে তারা সন্তুষ্ট কিনা। কারোর কোনও অভিযোগ থাকবে সেটাও বলতে বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন মালদহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: পরবর্তী অপারেশনের ঠিক আগে পুলিশের জালে ডাকাত দল, তারপর কি হল!

বৃহস্পতিবার জেলায় এসে পৌঁছয় কেন্দ্রের এই প্রতিনিধি দল। ওইদিনই জেলা প্রশাসনিক ভবনে জেলার ১৫ টি ব্লকের বিডিওদের নিয়ে তাঁরা বৈঠক করেন। এই দলে আছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং, অ্যাসিসটেন্ট কমিশনারএম এস চাহাত সিং, ও অ্যাসিসটেন্ট সেকশন অফিসার গৌরব আহুজা।

advertisement

View More

শনিবারেও কেন্দ্রের প্রতিনিধি দল মালদহের আরও বেশ কয়েকটি ব্লকে যাবেন। বিশেষ করে আবাস যোজনার ঘর নিয়ে সবচেয়ে বেশি যে ব্লকগুলোতে অভিযোগ উঠেছে, সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নজর সবচেয়ে বেশি। ফিরে গিয়ে তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে রিপোর্ট দেবেন। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলাজুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: আবাসের ঘর কারা পেল? প্রকৃত তথ্য জানতে মালদহে কেন্দ্রের দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল