আরও পড়ুনঃ পদ্মার সুস্বাদু ইলিশে ভর্তি বাজার, কিন্তু কিনছেন না কেউ! হঠাৎ কী এমন হল?
রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা রয়েছে। সেই ঋণ সম্পর্কে অনেক মহিলারা ব্যবসা করলেও জানা নেই। কোথায় কীভাবে আবেদন করতে হয় তাও জানা নেই অনেকের। সংগঠনের পক্ষ থেকে মহিলা ব্যবসায়ীদের এই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে। এতে করে মহিলা ব্যবসায়ীরাও সহজে ঋণ পাচ্ছেন তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। মালদহ জেলার শিল্প কেন্দ্র থেকে পার্লার তৈরি বেকারি তৈরির জন্য ঋণ দেওয়া হয়ে থাকে মহিলাদের।
advertisement
এছাড়াও মহিলাদের ব্যবসার জন্য ঋণ দেওয়া হয় শিল্প কেন্দ্র থেকে এই সমস্ত বিষয়ে মহিলা ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে।কীভাবে তাঁরা আবেদন করবেন। আবেদনের সঙ্গে কী কী নথিপত্র লাগবে সে সমস্ত বিষয়গুলিও সংগঠনের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে মহিলাদের। মহিলা ব্যবসায়িক কোয়েলিকা সরকার বলেন, ‘আমাদের এক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমরা কোথায় কীভাবে ঋণ নেব। অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনে সমাধান মিলবে। গত কয়েকদিন আগে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে সংসদ ও রাজ্যসভায়।’
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। কেউ চা বিক্রেতা কেউ চালান বিউটি পার্লার আবার কেউ বাড়ি থেকেই করেন অনলাইন ব্যবসা কেউ বা আবার কুটির শিল্পের সঙ্গে যুক্ত। মহিলা ব্যবসায়ী দেবালিকা ভদ্র বলেন, ‘মহিলা ব্যবসায়ীদের সংগঠন হওয়ার ফলে অনেকের সুবিধা হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান দ্রুত মিলবে। আমরা খুব উপকৃত হব।’ মহিলাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে আলোচনা ও বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মহিলা ব্যবসায়ীদের সংগঠন তৈরি হওয়ায় খুশি উদ্যোগী মহিলারা। মহিলাদের যেকোনও সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের কর্তারা।
হরষিত সিংহ