TRENDING:

Malda News: বোনেদের মঙ্গল কামনায় মালদহে মহাসমারহে হল বোন ফোঁটা

Last Updated:

বোনরে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও , বোনরা দিক বোনকে ফোঁটা- ভাই ফোঁটা নয়, মালদহে বোনেদের মঙ্গল কামনায় আয়োজন করা হল বোন ফোঁটার। ক্যালেন্ডারে ভাইফোঁটার উল্লেখ থাকলেও বোন ফোঁটার কোন উল্লেখ নেয়,তবে কি বোনদের মঙ্গলকামনা করা যাবেনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : বোনরে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও , বোনরা দিক বোনকে ফোঁটা- ভাই ফোঁটা নয়, মালদহে বোনেদের মঙ্গল কামনায় আয়োজন করা হল বোন ফোঁটার। ক্যালেন্ডারে ভাইফোঁটার উল্লেখ থাকলেও বোন ফোঁটার কোন উল্লেখ নেয়, তবে কি বোনদের মঙ্গলকামনা করা যাবেনা। বোনেদের মঙ্গল কামনায়গত চার বছর ধরে মালদহের একদল মহিলা পালন করে আসছেন বোন ফোঁটা। কেউ শিক্ষিকা কেউ ব্যাংক কর্মী আবার কেউ কলেজ পড়ুয়া।
advertisement

সকলে একত্রিত হয়ে নিজেদের উদ্যোগে পালন করলেন বোন ফোঁটা। মঙ্গলবার ছিল গুরু পূর্ণিমা এই দিনটিতে গত কয়েক বছর ধরে বোনদের মঙ্গল কামনা করে ফোঁটার আয়োজন করেন একদল মহিলা। মালদহ শহরের নজরুল সরণী সংলগ্ন মালদহেরর উঠোনে আয়োজন করা হয় বোন ভোটার। বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে বোন ফোঁটার আয়োজন করেন। শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটার। তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোঁটা দেন তারা।

advertisement

আরও পড়ুনঃ মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত ‌যুবকের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

উদ্যোক্তারা বলেন, আমরা নিজেদের উদ্যোগে একটি মন্ত্র তৈরি করেছি। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বোনেদের দীর্ঘায়ু কামনা করা হয়। ক্যালেন্ডারে বোন ফোঁটার কোন দিনক্ষণ না থাকলেও তারা আশা করেন এই দিনটি তাঁদের জন্য বোন ফোঁটার দিন। সকল মেয়েদের একত্রিত থাকার বার্তা দিতেই এমন ব্যাতিক্রমী আয়োজন মালদহ শহরের একদল মহিলার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বোনেদের মঙ্গল কামনায় মালদহে মহাসমারহে হল বোন ফোঁটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল