TRENDING:

Malda News: শাসক-বিরোধী মিলেই বোর্ড গঠন এই পঞ্চায়েতে! ঘটনা জানলে অবাক হবেন

Last Updated:

পঞ্চায়েত বোর্ড গঠনে মিলেমিশে একাকার। তৃণমূল বিজেপি সহ চার রাজনৈতিক দলের জয়ী সদস্যরা একত্রিত হয়ে বোর্ড গঠন করলেন। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনে জোট বাঁধল ডানপন্থী থেকে বামপন্থীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তৃণমূল বিজেপি সহ চার রাজনৈতিক দলের জয়ী সদস্যরা একত্রিত হয়ে গঠন হল পঞ্চায়েত ভোট। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনে জোট বাঁধল শাসক ও বিরোধী দলের সদস্যরা। চার দলের সদস্যদের সমর্থনের তৃণমূল সদস্য হলেন পঞ্চায়েতের প্রধান। উপপ্রধান আবার হলেন বিজেপির সদস্য।  এমনই ঘটনা মালদহের রতুয়া- ২ ব্লকের আরাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
advertisement

২৩ আসন রয়েছে  এই গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তৃণমূল জয়ী হয়েছিল ৯ আসনে। অন্যদিকে বিজেপি পেয়েছিল ৫ আসন, সিপিআইএম পেয়েছিল ৪  আসন ও কংগ্রেস ৫ আসনে জয়ী হয়েছিল। পঞ্চায়েত বোর্ড গঠনে মিলেমিশে একাকার।

আরও পড়ুন: ছিঃ! পরপর তিন কন্যাসন্তান হওয়ার ‘অপরাধ’, মর্মান্তিক পরিণতি গৃহবধূর… শিউরে উঠছে বাংলা

advertisement

ফলাফলের ত্রিশঙ্কু থাকায় এই পঞ্চায়েত কার দখলে যাবে সে নিয়ে সমস্ত রাজনৈতিক দলেরই তৎপরতা ছিল। এই বিষয়ে দক্ষিণ মালদহের বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ জানান, পঞ্চায়েত স্তরের নির্বাচন গুলির বোর্ড গঠনের ক্ষেত্রে এলাকার উন্নয়নের স্বার্থে যে যেমন ভাবে বোর্ড গঠন করে। তবে ভারতীয় জনতা পার্টির তার একটি নীতি রয়েছে। সে ক্ষেত্রে যে প্রার্থী দলের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করবে আগামী দিনে পার্টি চিন্তাভাবনা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

advertisement

View More

বুধবার নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত সদস্যরা পঞ্চায়েত গঠনে অংশগ্রহণ করে। বড় জন সদস্যের সমর্থনে প্রধান হন তৃণমূল সদস্য মহিতুন খাতুন ও উপপ্রধান হন বিজেপির সদস্য ববিতা ঝা। তাদের সমর্থন করেন বিজেপির পাঁচ জন সদস্য সিপিএমের চারজন সদস্য তৃণমূলের দুইজন ও কংগ্রেসের একজন সদস্য। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন তাঁরা। তাই এই পঞ্চায়েত গঠনে বিজেপি তৃণমূল সিপিএম ও কংগ্রেস মিলেমিশে একাকার হল। চার রাজনৈতিক দল একে অপরকে সমর্থন করেছে।

advertisement

ত্রিশঙ্কু হলেও বোর্ড গঠন হয়েছে নির্ধারিত সময়েই। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান, “গ্রাম বাংলার রাজনীতিটা একটু আলাদা এখানে অনেকে তার স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করে। তবে এই বিষয়ে সেখানকার ব্লকের ব্লক সভাপতি এবং আমাদের দলের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জিকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: শাসক-বিরোধী মিলেই বোর্ড গঠন এই পঞ্চায়েতে! ঘটনা জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল