মালদহ জেলাবাসীর কাছে ঐতিহাসিক এই ব্রিজটি পরিচিত পাঁচ খিলান ব্রিজ নামে। যদিও প্রাচীন এই ব্রিজের আসল নাম আজও অজানা। ইতিহাসবিদদের মতে, গৌড় শাসনকালে আনুমানিক ১৪৪২ থেকে ১৪৫৯ সালে নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমলে এই ব্রিজটি নির্মাণ হয়। মূলত গৌড় নগরীর নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে এই পাঁচ খিলান অর্থাৎ পাঁচটি ছিদ্রযুক্ত ব্রিজ নির্মাণ করা হয় বলে জানান ইতিহাসবিদরা।
advertisement
ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “গৌড় শাসনকালের সময় তৈরি একাধিক স্থাপত্যের মধ্যে অন্যতম হচ্ছে এই পাঁচ খিলান ব্রিজ। প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে এখনও এটি ব্যবহারযোগ্য তা সত্যিই দূরদর্শী।” স্থানীয় এক বাসিন্দা বৃন্দাবন ঘোষ জানান, “প্রতিদিন প্রায় হাজার হাজার গাড়ি পারাপার করে এই ব্রিজের উপর দিয়ে। গৌড় আমলের প্রায় সাড়ে পাঁচশো বছর পুরনো এই ব্রিজ যে আজও ব্যবহারযোগ্য তা সত্যিই খুব প্রশংসনীয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাচীন বাংলার রাজধানী গৌড় ধ্বংসের শতাধিক বছর পেরিয়ে গেলেও থেকে গিয়েছে গৌড় শাসনকালের একাধিক নিদর্শন। আজও ধ্বংসাবশেষ এই শহরে গৌড়ের ইতিহাসকে জানতে দূর-দূরান্ত থেকে আসেন পর্যটকরা। তবে গৌড়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এই নিদর্শন যে আজও ব্যবহারযোগ্য তা কল্পনাহীন অনেকের কাছে।