শেষ ট্রিপে মৎস্যজীবীরা ইলিশ ধরতে গেলেও জালে প্রচুর পরিমাণে ইলিশ পড়েনি। কিন্তু বড় সাইজের ইলিশ এসেছে। এদিকে ভাইফোঁটাতে ইলিশ না আসায় ভরসা সেই কোল্ড স্টোরেজের ইলিশ।
advertisement
ভাইফোঁটার আগে প্রতি কেজি ইলিশের দাম শুরু হচ্ছে ১৫০০ টাকা থেকে। মিলছে ২২০০-২৩০০ টাকা কিলো দরের ইলিশও। এক কেজির থেকে ছোট ইলিশগুলি ১১০০ টাকাতেও পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
ইলিশের দাম আরও বাড়বে। সাধ্যমত ইলিশ আজই কিনে রাখুন আপনি। নাহলে ভাইফোঁটার সময়ে আরও কিছুটা দাম বাড়বে। বাজারে ইলিশ একেবারেই নেই। রাস পূর্ণিমার আগে আরও একবার মৎস্যজীবীরা ইলিশ ধরতে যাবে। তারপর এবছরের মত শেষ হবে ইলিশ ধরা। এবছর জালে বড় বড় ইলিশ পড়লেও ঝাঁকের ইলিশ আসেনি।
শেষ ট্রিপে কত মাছ পড়ে সেটাই এখন দেখতে চাইছেন মৎস্যজীবীরা। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস জানিয়েছেন, ইলিশ মাছ আসলে বৃষ্টি পড়লে আসে। এখন বৃষ্টি নেই ফলে মাছও নেই। সামনে আবহাওয়া পরিবর্তন হলে কিছুটা মাছ পড়বে। না হলে রাস পুজোর পর বন্ধ হবে ইলিশ ধরা। তবে ভাইফোঁটাতেও খেতে হবে সেই কোল্ড স্টোরেজের ইলিশ। সেই ইঙ্গিত দিয়েছেন সকলেই।
ইলিশ নিয়ে এবছর আশা ছিল অনেক কিন্তু কোনওভাবেই ইলিশ কম দামে পাওয়া যায়নি। ইলিশের দাম সবসময় মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। আর একটা ট্রিপের পর আবার তাজা ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও একবছর।