Inspiration: বাবা সবজি বিক্রেতা, ছেলে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে! পলাশের পথ চলার গল্প অনুপ্রাণিত করবে আপনাকেও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
বাবা সবজি বিক্রেতা, ছেলের স্বপ্ন দেশ জয়! দেশের হয়ে এবারে আন্তর্জাতিক এশিয়ান ইউথ গেমস চ্যাম্পিয়নশিপে পাড়ি দিল মালদহের স্কুল ছাত্র পলাশ মণ্ডল
advertisement
1/6

রাজ্য বা জাতীয় স্তর নয়, এবারে দেশের জন্য আন্তর্জাতিক স্তরে হাঁটবেন মালদহের সবজি বিক্রেতার ছেলে পলাশ মণ্ডল। দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের এশিয়ান ইউথ গেমস চ্যাম্পিয়নশিপে হাঁটা প্রতিযোগিতায় সুযোগ হল মালদহের পলাশ মণ্ডলের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
প্রথমে জেলা স্তরে চ্যাম্পিয়ন, পরে রাজ্য স্তরের চ্যাম্পিয়ন। জাতীয় স্তরে ভাল খেলে এবারে আন্তর্জাতিক স্তরে সুযোগ হল মালদহের স্কুল ছাত্রের। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে স্কুল সহ জেলা জুড়ে।
advertisement
3/6
আগামী অক্টোবর মাসের ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এশিয়ান ইউথ গেমস ২০২৫। সেখানে অনূর্ধ্ব ১৮ পুরুষ বিভাগে দেশের হয়ে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে পলাশ মণ্ডল।
advertisement
4/6
মালদহের বিভূতি ভূষণ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র পলাশ মণ্ডল। বাড়ি ইংরেজবাজার ব্লকের বাগবাড়ি ৫২ বিঘা গ্রামে। বাবা গয়া মণ্ডল পেশায় একজন সবজি বিক্রেতা, মা ডলি মণ্ডল গৃহবধূ। পরিবারের আর্থিক অনটনের মধ্যেও তাঁর এমন সাফল্য নজর কেড়েছে সকলের।
advertisement
5/6
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন সরকার জানান, "খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী ছাত্র পলাশ মণ্ডল। আজ আন্তর্জাতিক স্তরের সুযোগ হয়েছে তাঁর। তাঁর এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে। আমরা আশাবাদী আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন হয়ে স্কুল ও জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে।"
advertisement
6/6
পলাশের কোচ অমিতাভ রায় জানান, "এর আগে জেলা এবং রাজ্য স্তরে হাঁটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পলাশ। পরিবারের আর্থিক অনটনের থাকা সত্ত্বেও তাঁর কাছে হার মানেনি প্রতিভা। আমরা আশাবাদী আন্তর্জাতিক স্তরে ভাল খেলে শুধু জেলা নয় রাজ্য সহ দেশের নাম উজ্জ্বল করবে পলাশ মণ্ডল।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)