আরও পড়ুন: বেতন না পেয়ে অ্যাম্বুল্যান্স চালকদের ধর্মঘট, বিপাকে রোগীরা
পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে শাসকদলের সন্ত্রাসের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও বিজেপির এই প্রার্থী না দেওয়ার বিষয়ে বিস্ফোরক দাবি করেছে শাসক দল। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ইচ্ছে করেই বহু আসনে প্রার্থী দেয়নি গেরুয়া শিবির। তৃণমূলকে হারাতে তারা তলে তলে বাম-কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছে।
advertisement
তবে তাৎপর্যপূর্ণ বিষয়ে হল, জেলা পরিষদের ৪৩ টি আসনের মধ্যে ৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ৩২১৬ টি আসনের মধ্যে ১৪০৬ টি আসনে প্রার্থী দিতে পারেনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির ৪৩৯ টি আসনের মধ্যে ১২২ টি আসনে বিজেপির প্রার্থী নেই। এই প্রসঙ্গে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, বহু জায়গায় তাদের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে তৃণমূল। জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু বিজেপি সাংসদদের দাবি উড়িয়ে দিয়ে বলেন, রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পেশ হয়েছে। মালদহে কোনও অশান্তি হয়নি। কিন্তু তৃণমূলকে হারাতে প্রার্থী না দিয়ে বাম-কংগ্রেসের সুবিধে করে দিতে চাইছে বিজেপি।
এদিকে বিজেপির প্রার্থী দিতে না পারা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর জেলায় শক্তি বাড়িয়েছে বাম ও কংগ্রেস। আর তাই জেলায় সাংসদ ও বিধায়ক থাকা সত্ত্বেও সাংগঠনিক শক্তি কমেছে বিজেপির। তার ফলেই বহু আসনে তারা প্রার্থী দিতে পারেনি।
হরষিত সিংহ