ইতিমধ্যে সিনেমায় ভিএফএক্স এর কাজ শুরু করেছেন। এখন মালদহ শহরের বাড়িতে বসেই কাজ চলছে।মালদহ শহরের সানিপার্কের বাসিন্দা সাগর পাসওয়ান এক সময় বিয়ে বাড়ির ফটোগ্রাফি করে রোজগার শুরু করে।বাবা রামকুমার পাসওয়ান বেসরকারি কারখানার কর্মী। অভাবের সংসারে ক্লাস নাইনে পড়ার সময় থেকেই বিয়ে বাড়ির ফটোগ্রাফির কাজ শুরু করে। রোজগার করে নিজের পড়াশোনার খরচ চালাতো। গৌড় মহাবিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক পাস করে। তারপরেই ভিজুয়াল এফেক্ট এর কাজে মনোযোগ দেয়।
advertisement
আরও পড়ুন: বস্তা কেটে পোশাক বানালেন উরফি জাভেদ! উঁকি দিচ্ছে স্তন! ভাইরাল টারজান-উরফি ভিডিও
তবে টাকার অভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া হয়নি। মনের জোর আর ইচ্ছে শক্তির বলে বাড়িতে বসে ইউটিউব দেখে কাজ শেখা শুরু করে। বিয়ে বাড়ির ভিডিও এডিটিং এর কাজ করে, নিজের কাজ আরো ভালো করা চেষ্টা করে। সর্বভারতীয় একটি প্রতিযোগিতায় চকলেটের বিজ্ঞাপনে ভিজুয়াল এফেক্টের কাজ করে সেরা হন। সেখান থেকেই সিনেমায় কাজের সুযোগ আসে। প্রথম সানাক ছবিতে কাজের সুযোগ আসে। তারপর এক এক করে কাজ করেই চলেছেন। এখন বলিউড ছাড়িয়ে হলিউডের ছবির কাজ করছেন। মালদহ শহরের যুবককের এমন সাফল্য খুশি মালদহবাসী।
হরষিত সিংহ