ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে। সকলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয় । মৃত অসীম সরকার ও ছবি কর্মকার। মৃতরা সম্পর্কে ভাই ও বোন। আহত আরও অন্তত ১০ জনকে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
advertisement
জানা গিয়েছে, পারিবারিক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরাতন মালদহের কোট স্টেশন সাহাপাড়া এলাকায় আসছিলেন কন্যাযাত্রীরা। ওই অটোতে প্রায় ১৩ থেকে ১৪ জন যাত্রী ছিলেন। আদমপুরের কাছে রাতের অন্ধকারে দ্রুতগতির পিকআপ ভ্যান ধাক্কা মারে অটোতে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। দুর্ঘটনার পর আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । এরপর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ডু অর ডাই ম্যাচে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ, ভরসা সেই ১০ নম্বর জার্সিধারীর বাঁ পায়ের জাদু
দুর্ঘটনার খবরে বিয়ে বাড়িতে পৌঁছতেই আনন্দ অনুষ্ঠানের তাল কাটে। শোকের ছায়া নেমে আসে বিয়ে বাড়িতেও। অনুষ্ঠান ছেড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিয়ে বাড়ির লোকজন। এদিকে এলাকায় ঘন ঘন দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। মাস ছয়েক আগেই এলাকায় দুর্ঘটনায় একইসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরআগে একই এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের। দুর্ঘটনা প্রবণ ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।
Sebak DebSarma