ডু অর ডাই ম্যাচে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ, ভরসা সেই ১০ নম্বর জার্সিধারীর বাঁ পায়ের জাদু
- Published by:Sudip Paul
Last Updated:
সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হার। শনিবার মধ্যাতে মেক্সিকোর বিরুদ্ধে প্রতিযোগিতার ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
লুসেইল স্টেডিয়াম: বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোট পেয়ে পরবর্তী দুই ম্যাচ খেলতে না পারলেও জয়ের হাসি হেসেছেন নেইমারও। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে প্রথম ম্যাচ জিতেছে ফ্রান্স। চওড়া হাসি এমবাপের মুখেও। শুধু হাসি নেই একা মেসির মুখে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে বিশ্ব জুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশার পাহার প্রমাণ চাপ সেই একটা মানুষের কাঁধেই। সেই বাঁ পায়ের জাদু দেখার অপেক্ষায় আজ রাত জাগতে চলেছে বুয়েনস আইরস থেকে বাংলার মেসি 'পাগলরা'।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে দল হারলেও একমাত্র গোলটি এসেছিল তার পেনাল্টি থেকেই। কিন্তু সেই ম্যাচ যে হেরে মাঠ ছাড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি মেসি। ম্যাচ শেষে চোখের কোণ ভিজেছিল আর্জেন্টাইন অধিনায়কের। তারপর মাঝের কয়েকটা দিন শুধু চোয়াল চাপা লড়াই। কারণ মেক্সিকো ম্যাচে কোনও অঘটন মানেই বিশ্বকাপ থেকে বিদায়ের টিকিট কার্যত পাকা হয়ে যাওয়া। তবে নিজের দল যে ঘুড়ে দাঁড়াবে, দ্বিতীয় ম্যাচ থেকে যে আসল আর্জেন্টিনাকে দেখা যাবে সেই বার্তাও দিয়েছেন আধুনিক ফুটবলের জাদুকর।
advertisement
advertisement

মেক্সিকো ম্যাচের আগে অনুশীলনে ফুটবলারদের নিয়ে বাড়তি সময় কাটিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। কাতারের রোদে অনুশীলন করিয়ে দম বাড়ানো, অফ সাইড ট্র্যাপ ভাঙা, সেট পিস সব কিছুতেই দেওয়া হয়েছে বাড়তি জোর দেওয়া হয়েছে। মারাদোনার প্রয়াণ দিবসে দলকে পেপ টক দিয়েছেন লিও। নিজের যাবতীয় অস্ত্রেও শান দিয়েছেন এলএমটেন। তবে সব কিছুর পরও ওই ১০ নম্বর জার্সি পড়া লোকটা জানেন ফুটবল বিশ্বের নজর আজ তার উপর।
advertisement
মাঝে কয়েকটা দিন চেনা মেজাজে দেখা যায়নি মেসি ও আর্জেন্টিনা দলকে। অনুশীলন ও টিম মিটিং ছাড়া খুব একটা হোটেলের বাইরে বেরোতে দেখা যায়নি কাওকেই। হোটেলের সামনে প্রথম ম্যাচের আগে যে আর্জেন্টিনার সমর্থকরা নাচে-গানে মাততেন তারাও উধাও। অনেকটা যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। এই সব কিছুই বদলে যাবে একটা জয় ও বাঁ পায়ের ঝলকানিতে। লুসেইল স্টেডিয়ামও 'ফুটবল ঈশ্বরের' ঘুম ভাঙার অপেক্ষায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 11:02 AM IST