এবার শহরের পরিচারিকা ও দোকানের কর্মচারীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করল পৌরসভা। পৌর এলাকায় যত পরিচারিকা ও দোকানের কর্মচারী রয়েছে তাদের ধাপে ধাপে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান নবনিযুক্ত প্রশাসক গোপাল শেঠ। এই পরিচারিকারা প্রতিদিনই বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে পেটের জ্বালায় কাজ করছেন সুতরাং তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই। এই কথা ভেবেই আজ থেকে তাদের ভ্যাকসিন দেওয়ার সূচনা হল। পৌরসভার সূত্রে জানা গিয়েছে প্রথম দিনে ৫০০ থেকে ৬০০ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিনই চলবে এই টিকাকরণ কর্মসূচী।পাশাপাশি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন চালু করা হল আজ থেকে।
advertisement
পৌরসভার উদ্যোগে এলাকার দুস্থ মানুষ ও দোকানের কর্মচারীরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাবেন পেট ভরে দুপুরের খাবার। প্রতিদিন ১০০০ লোকের মুখে অন্ন তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে পৌরসভার। মেনুতে রয়েছে ভাত ডাল আলু চোখা এবং ডিমের ঝোল। খাবার পাওয়ার জন্য প্রতিদিন ১২ টা থেকে এক টার মধ্যে টোকেন নিতে হবে পৌরসভার কাউন্টার থেকে। ভবঘুরে মানুষ যাদের পাঁচ টাকা জোগাড় করার সামর্থ্য টুকুও নেই তাদের জন্যও আহারের ব্যবস্থা করা হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। বুধবার বনগাঁর নিরাঞ্জন সাহা মার্কেটে এই ক্যান্টিন চালু করা হয়। এই কর্মসূচিতে খুশি এলাকার সাধারণ মানুষেরা।
রাতুল ব্যানার্জি






