TRENDING:

Durga puja travel: পুজোর ছুটিতে বেড়িয়ে আসুন চুপির চর

Last Updated:

Durga puja travel: মনকে শান্ত করতে ঘুরে আসুন চুপি চুপি। ঠিকানা চুপির চর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: "এ মন ব্যাকুল যখন তখন" আমাদের মন যখন ব্যাকুল হয় তখন আমরা খুঁজি শান্ত পরিবেশ (puja travel)। ঠিক এমনইএকটি শান্ত পরিবেশের সন্ধান দেবো আজ। চারিদিকে কোলাহল, ব্যস্ততার জীবনের একটু শান্তি খুঁজে নিতে চুপিচুপি চলে আসুন "চুপির চর" (chupir char)।
advertisement

পরিযায়ী পাখিদের ভিড়ে আপনিও উড়ে যাবেন ডানা মেলে (puja travel)। সঙ্গে নৌকোতে বেড়াবেন ভেসে। মনে হবে ছলকাতে ছলকাতে এগিয়ে চলেছেন সেই দূরে। তাই পুজোর ছুটিতে একটু প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে, সাতপাঁচ না ভেবে ঘুরে আসুন চুপির চর।

বর্ধমান জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালী গ্রামেই আছে অশ্বক্ষুরাকৃতি এক জলাভূমি যা চুপির চর  (puja travel)নামে পরিচিত। এই জলাভূমিটি কয়েক দশক আগে গঙ্গার অংশ ছিল। এখানকার বাসিন্দারা একে বলে থাকেন ছাড়ি গঙ্গা। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি দূর দূরান্ত থেকে এসে বাসা বাঁধে এই অনন্য সুন্দর জলাভূমির চারপাশে।

advertisement

পাখি দেখার সবথেকে ভাল সময় ভোর ও বিকাল (puja travel)। একটি নৌকা ভাড়া করে বেড়িয়ে পরলেই হল। নৌকা ভাড়া লাগে ঘণ্টায় ১৫০ টাকা। একবারে চার জন ওঠা যায় নৌকাতে। ঘণ্টা তিনেক ঘুরলেই দেখা মিলবে ভিন্ন প্রজাতির পাখিদের। এই নৌকা আবার দাঁড় টানা, তাই আপনার বেশ ভালই লাগবে নৌকা বিহার।

কি কি দেখতে পারবেন আপনি?

advertisement

পরিযায়ী পাখিদের মধ্যে এখানে রয়েছে অসপ্রে, রুডি, স্মল প্রাটিনকোল, গ্রিন বি ইটার শেলডাক, রিভার ল্যাপ, গ্রে হেরন,উইং পার্পল হেরন, রেড ক্রেস্টেড পোচার্ড সহ অন্যান্য পাখি (puja travel)।

কি ভাবে যাবেন ?

কলকাতা থেকে ট্রেনে গেলে আপনাকে নামতে হবে পূর্বস্থলী ষ্টেশনে (puja travel)। ট্রেনে সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা। ষ্টেশন থেকে বাইরে যেতেই মিলবে টোটো। উঠে পরবেন টোটোতে ভাড়া লাগবে  ২০ টাকা। পাঁচ  কিলোমিটার দূরেই চুপির চর।

advertisement

কোথায় থাকবেন?

থাকার জন্য আছে পঞ্চায়েত সমিতির পরিযায়ী আবাস, এছাড়াও জলাভূমির পাশেই চারটি কটেজ নিয়ে তৈরি হয়েছে বেসরকারি আবাস। এখানেও থাকতে পারেন আপনি। তাহলে আর কি ভাবছেন বেড়িয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে, ক্যামেরা বাগীয়ে। অবশ্য মুঠো (puja travel) ফোনও দিব্য কাজ চালিয়ে দেবে।

হাতে একটু বেশি সময় থাকলে যেতে পারেন কাঠিয়াবাবার (puja travel) আশ্রম, কপিলমুনির আশ্রম। এরপর ঘুরতে ঘুরতে আপনি পৌঁছে যেতে পারেন নতুন গ্রামে। যেখানে গেলে আপনি নানা ধরনের কাঠের পুতুল পাবেন। গ্রামে ঘুরলেই মা বোনেদের শিল্পী সত্ত্বার দক্ষতা চাক্ষুষ করতে। যদি এসবের পরও মনে হয় হাতে সময় আছে তাহলে যেতে পারেন নবদ্বীপ, কৃষ্ণনগর আর মায়াপুর। আর মন যদি তাতে সায় না দেয় ক্ষতি নেই,  কাটুক না দিনটা পাখিদের সঙ্গে।

advertisement

এবার ফেরার পালা। ফেরার সময় কালনার (puja travel)১০৮ শিবমন্দির আর হংসেশ্বরী মন্দির দর্শন করলে মন্দ হবে না। মাখা সন্দেশের প্যাকেটটা নিয়ে যখন ট্রেনে হালকা করে গা এলিয়ে দেবেন। চোখ বুজে আসবে আপনার। ডানা মেলা পাখিরা কখন আপনার মনের ভিতর গিয়ে উড়ে বেড়াবে আপনি বুঝতেই পারবেন না। এভাবেই পাখিদের দেশে ভেসে আবার বাড়ি ফিরবেন আপনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/Local News/
Durga puja travel: পুজোর ছুটিতে বেড়িয়ে আসুন চুপির চর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল