মনোজ রায় এবার ময়নাগুড়ি পুরসভার ১১ নং ওয়ার্ড থেকে তৃনমূলের হয়ে লড়াই করছেন।তিনি বিধানসভা নির্বাচনেও ময়নাগুড়ি কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ছিলেন।
কিন্তু সেইবার বিজেপি প্রার্থী কৌশিক রায়ের কাছে পরাজিত হন।তাই স্বাভাবিকভাবেই পুরসভা ভোটকে কেন্দ্র করে কিছুটা চাপের মধ্যে রয়েছেন মনোজবাবু।আর সেই চাপ প্রশমনে রবিবার ভোটের দিন বুথের পাশেই দলীয় কর্মীদের নিয়ে ক্রিকেট খেলায় মজলেন মনোজ রায়।
advertisement
এদিকে,এদিন সকাল থেকে শাসকদলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগে সরব হন বিরোধিরা। ভোট শুরুর চার ঘন্টার মধ্যেই নির্বাচনী লড়াই থেকে নিজেকে সড়িয়ে নেন ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী সুবীর কুমার বন্দ্যো। প্রিসাইডিং অফিসারকে নিজের সরে দাঁড়ানোর কথা জানিয়ে পোলিং এজেন্ট সহ দলীয় কর্মীদের নিয়ে চলে যান তিনি।
ব্লক তৃণমূল সভাপতি তথা ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনোজ রায় বলেন, 'দিনের আলোয় জনবসতি এলাকায় খোলা মাঠের মধ্যে বুথ। চারপাশে শিক্ষিত এবং সচেতন মানুষের বসবাস। এখানে ভোট লুটের অভিযোগ তুলে কার্যত এরা এলাকার মানুষকে অপমান করছেন। এরাতো কোনদিনই লড়াইয়ে ছিলেনই না। ফলে মাঠ ছাড়ার কোন কারণ নেই।'
এদিন ওয়ার্ড চষে বেড়ালেন নির্দল হিসেবে লড়তে চাওয়ার পর ফের জোড়াফুল শিবিরে সামিল হওয়া কাঞ্চন রায়। দলের একনিষ্ঠ কর্মীর মতোই ভোটের দ্বায়িত্ব সামলালেন তিনি। কাঞ্চন বাবু বলেন, 'মনোজ দা'র জয় নিয়ে কখোনই সংশয় ছিলনা। লক্ষ ছিল মার্জিন বাড়ানোর। মানুষ যেভাবে ভোট দিয়েছেন তাতে রেকর্ড মার্জিনেই জিতবেন উনি।'