হাওড়ায় এই অস্বাভাবিক বৃষ্টিপাতের জেরে আজ ভোর থেকেই সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। একটানা বৃষ্টিতে আজ সকাল থেকেই জলমগ্ন উত্তর হাওড়া , সালকিয়া , কদমতলা , শিবপুর , চ্যাটার্জি হাট , দাসনগর , CTI ও পঞ্চাননতলা - সহ হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। কোথাও জল জমেছে এক হাঁটু , কোথাওবা আবার তা ছাপিয়েছে কোমর সমান উচ্চতাও। পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থার জেরে শহরের নীচু এলাকার বাড়িগুলির বেশিরভাগেরই নীচের তলা চলে গেছে জলের তলায়। একটানা বৃষ্টিতে আজ পথে নামেনি বহু বাসও। তাই অফিস টাইমে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড গুলিতে বাসের সংখ্যা কম থাকায় , অফিস যাত্রীরাও চরম বিপাকে পড়েন।
advertisement
অন্যদিকে রাতভোর একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার টিকিয়াপাড়া কারসেড সংলগ্ন এলাকা। সম্পূর্ন জলের তলায় ডুবে থেকে কার্যত অদৃশ্য হয়ে পড়ে রেললাইন। যার জেরে বেশ কিছুটা ব্যাহতও হয় রেল পরিষেবা।
প্রসঙ্গত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে , আজ রাত পর্যন্ত হাওড়া , কলকাতা - সহ দুই চব্বিশ পরগনা ও নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে , কাল থেকে কলকাতা সংলগ্ন জেলা গুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।