TRENDING:

জলে ডুবলো রাস্তা, অদৃশ্য হলো ট্রেন লাইনও, একটানা বৃষ্টিতে হাওড়াবাসীর ভোগান্তি চরমে

Last Updated:

জলে ডুবলো রাস্তা, অদৃশ্য হলো ট্রেন লাইনও । গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে হাওড়াবাসীর ভোগান্তি চরমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু চক্রবর্তী , হাওড়া : - গতকাল রাত থেকে এক টানা বৃষ্টির জেরে আজ সারাদিন ধরে হাওড়া জুড়ে শুধুই চোখে পরলো জল যন্ত্রণার ছবি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে , উত্তর - পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি ক্রমশ ওড়িশা , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর অগ্রসর হওয়ার জেরেই গতকাল রাত থেকে হাওড়া - সহ দুই 24 পরগনা , কলকাতা ও হুগলিতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটেছে।
অদৃশ্য রেল লাইন,এই রকমই বিপজ্জনকভাবে হচ্ছে ট্রেন চলাচল
অদৃশ্য রেল লাইন,এই রকমই বিপজ্জনকভাবে হচ্ছে ট্রেন চলাচল
advertisement

হাওড়ায় এই অস্বাভাবিক বৃষ্টিপাতের জেরে আজ ভোর থেকেই সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। একটানা বৃষ্টিতে আজ সকাল থেকেই জলমগ্ন উত্তর হাওড়া , সালকিয়া , কদমতলা , শিবপুর , চ্যাটার্জি হাট , দাসনগর , CTI ও পঞ্চাননতলা - সহ হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। কোথাও জল জমেছে এক হাঁটু , কোথাওবা আবার তা ছাপিয়েছে কোমর সমান উচ্চতাও। পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থার জেরে শহরের নীচু এলাকার বাড়িগুলির বেশিরভাগেরই নীচের তলা চলে গেছে জলের তলায়। একটানা বৃষ্টিতে আজ পথে নামেনি বহু বাসও। তাই অফিস টাইমে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড গুলিতে বাসের সংখ্যা কম থাকায় , অফিস যাত্রীরাও চরম বিপাকে পড়েন।

advertisement

অন্যদিকে রাতভোর একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার টিকিয়াপাড়া কারসেড সংলগ্ন এলাকা। সম্পূর্ন জলের তলায় ডুবে থেকে কার্যত অদৃশ্য হয়ে পড়ে রেললাইন। যার জেরে বেশ কিছুটা ব্যাহতও হয় রেল পরিষেবা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে , আজ রাত পর্যন্ত হাওড়া , কলকাতা - সহ দুই চব্বিশ পরগনা ও নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে , কাল থেকে কলকাতা সংলগ্ন জেলা গুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
জলে ডুবলো রাস্তা, অদৃশ্য হলো ট্রেন লাইনও, একটানা বৃষ্টিতে হাওড়াবাসীর ভোগান্তি চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল