TRENDING:

Anubrata Mandal: ৫৭০ ভরি সোনা দিয়ে নিজের কালী মাকে সাজিয়ে দিলেন অনুব্রত মণ্ডল

Last Updated:

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কালীপুজো অন্যদিক দিয়ে আলাদা ঐতিহ্য বহন করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : দীপান্বিতা অমাবস্যায় বীরভূমের বিভিন্ন জায়গায় কালী পুজোর (Kali puja 2021) আয়োজন করা হয়ে থাকে। এই সকল কালীপুজোর মধ্যে কোনটি কয়েক শতাব্দী প্রাচীনত্বের জন্য, কোনোটি আবার পুজোর রীতি নীতির ক্ষেত্রে নানান ঐতিহ্য বহন করে। তবে এই সকল কালীপুজোর মধ্যেই এসআরডিএ চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কালীপুজো অন্যদিক দিয়ে আলাদা ঐতিহ্য বহন করে।
৫৭০ ভরি সোনা দিয়ে নিজের কালী মা'কে সাজিয়ে দিলেন অনুব্রত মণ্ডল
৫৭০ ভরি সোনা দিয়ে নিজের কালী মা'কে সাজিয়ে দিলেন অনুব্রত মণ্ডল
advertisement

প্রতিবছর ধুমধাম করে বোলপুরে তৃণমূল (Anubrata Mondal)কার্যালয়ে (Bolpur TMC office) অনুব্রত মণ্ডলের এই কালী পুজোর আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই কালীপুজো আলাদা ঐতিহ্য বহন করে চলেছে মূলত তার অলংকারে (Gold)। ভরি ভরি সোনার গয়নায় অনুব্রত মণ্ডলের এই কালী প্রতিমা সাজানো হয়। প্রতিবছর সোনার এই গয়নার পরিমাণ বাড়তে থাকে। দেখতে দেখতে এই বছর এই কালীপুজোর সোনার গয়নার পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ ভরি। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটির কাছাকাছি।

advertisement

গতবছর বোলপুরের তৃণমূল কার্যালয়ের(Anubrata Mondal) এই কালী প্রতিমার সোনার গয়না ছিল ৩৭০ ভরি। বছর ঘুরতে না ঘুরতেই এই প্রতিমার সোনার গয়নার পরিমাণ বেড়েছে ২০০ ভরির কাছাকাছি। এই বিষয়ে অনুব্রত মণ্ডল এদিন জানিয়েছেন, '৫৬০-৫৭০ ভরি তো হবেই'।

কিন্তু এত সোনা! অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)বক্তব্য, "ভাই এটা বলা মুশকিল। এবার ৫৬০-৭০ ভরি তো হয়ে যাবে। কারণ যে পরিমাণে সোনা পড়ছে! ব্যাপক সোনা পড়ছে। একগাদা সোনা পড়ছে।"

advertisement

এদিন এই বিপুল পরিমাণ সোনার গয়না দিয়ে অনুব্রত মণ্ডল(Anubrata Mondal) নিজের হাতে প্রতিমা সাজিয়ে তোলেন। তিনি এর আগেও নিজের হাতে প্রতিমার গায়ে গয়না পরিয়ে দিতেন। তবে পরপর দু'বছর মা এবং স্ত্রী মারা যাওয়ার কারণে নিজের হাতে সোনার গয়না পড়াতে পারেন নি। দীর্ঘ দুই বছর পর এই বছর নিজের হাতে সোনার গয়না পড়ালেন।

advertisement

অন্যদিকে মা কালীর কাছে(Anubrata Mondal) তিনি কি প্রার্থনা করবেন এই প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল জানান, "যা প্রার্থনা করব তা পুজো হোক তারপরে। এখন তো আর প্রার্থনা করব না। সবাই চলে যাক। মাকে তো আর সবার সামনে কিছু বলা যায় না।"

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)কালীপুজোকে ঘিরে ইতিমধ্যেই বোলপুরে তৃণমূল কার্যালয়ে শুরু হয়েছে সাজোসাজো রব। অন্যদিকে এই বিপুল পরিমাণ সোনার গয়না প্রহরা দিতে ইতিমধ্যেই বোলপুর থানার (Bolpur Police Station) তরফ থেকে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/Local News/
Anubrata Mandal: ৫৭০ ভরি সোনা দিয়ে নিজের কালী মাকে সাজিয়ে দিলেন অনুব্রত মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল