TRENDING:

Winter Health Care: শীতে সর্দি-কাশি থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখবেন কীভাবে, টিপস দিলেন বিশিষ্ট চিকিৎসক

Last Updated:

Winter Health Care: একটু সর্দি হলেই অনেক ক্ষেত্রে বাবা মায়েরা নিউমোনিয়া ভেবে শিশুকে অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করি। অতিরিক্ত এন্টিবায়োটিকে শিশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত: শীতে সর্দি, কাশি থেকে শিশুদের সুরক্ষিত রাখা বড় কাজ বাবা-মায়েদের। শীতের প্রথমদিক থেকেই ঘরে ঘরে শিশুদের ঠান্ডা লেগে সর্দি-কাশির সমস্যা শুরু হয়ে যায়। আবহাওয়া পরিবর্তনের কারণে এবং বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এ সময়ে খুব দ্রুতই তারা সর্দি-কাশিতে আক্রান্ত হয়। অনেক শিশু এই আবহাওয়া পরিবর্তনের সময় বারবারই ঠান্ডাজনিত সমস্যায় ভোগে। কারও কারও ক্ষেত্রে সর্দি হলে শ্বাসকষ্টও দেখা দেয়।
advertisement

ঠান্ডার সময় শিশুদের কীভাবে সুরক্ষিত রাখবেন, সে বিষয়ে পরামর্শ দিলেন চিকিৎসক এম এ সামাদ। কিছু শিশুর ক্ষেত্রে ঠান্ডা লাগার পর ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে তা নিউমোনিয়ায় রূপান্তরিত হয়। তবে, সব শিশুর ক্ষেত্রে এটা হয় না। যদি শুধু শুষ্ক কাশি থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই।

আরও পড়ুনঃ আচমকা কী হল জলদাপাড়ায়! দেশের নানা প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা! থিকথিকে ভিড়ের কারণ জানুন

advertisement

তিনি আরও বলেন, জ্বর থাকাটা ইনফেকশনের চিহ্ন। তবে যদি জ্বর না থেকে শুধু কাশি হয়, সেটা মূলত অ্যালার্জি ও আবহাওয়াজনিত কারণে হতে পারে। একটু সর্দি হলেই অনেক ক্ষেত্রে বাবা মায়েরা নিউমোনিয়া ভেবে শিশুকে অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করি। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

View More

সর্দি-কাশির সমস্যা দেখা দিলে প্রাথমিক কিছু ঘরোয়া চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন। প্রাথমিক অবস্থায় ঘরেই শিশুর বাড়তি যত্ন নিলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো যায়। শিশুর বড় ধরনের রোগ বালাই থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। এই সময় শিশুর শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের ব্যবস্থা করতে হবে। হালকা গরম জল দিয়ে শরীর স্পঞ্জ করান। বুকের দুধ এবং তরল পানীয় পান করান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Health Care: শীতে সর্দি-কাশি থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখবেন কীভাবে, টিপস দিলেন বিশিষ্ট চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল