ঠান্ডার সময় শিশুদের কীভাবে সুরক্ষিত রাখবেন, সে বিষয়ে পরামর্শ দিলেন চিকিৎসক এম এ সামাদ। কিছু শিশুর ক্ষেত্রে ঠান্ডা লাগার পর ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে তা নিউমোনিয়ায় রূপান্তরিত হয়। তবে, সব শিশুর ক্ষেত্রে এটা হয় না। যদি শুধু শুষ্ক কাশি থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই।
আরও পড়ুনঃ আচমকা কী হল জলদাপাড়ায়! দেশের নানা প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা! থিকথিকে ভিড়ের কারণ জানুন
advertisement
তিনি আরও বলেন, জ্বর থাকাটা ইনফেকশনের চিহ্ন। তবে যদি জ্বর না থেকে শুধু কাশি হয়, সেটা মূলত অ্যালার্জি ও আবহাওয়াজনিত কারণে হতে পারে। একটু সর্দি হলেই অনেক ক্ষেত্রে বাবা মায়েরা নিউমোনিয়া ভেবে শিশুকে অহেতুক অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করি। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সর্দি-কাশির সমস্যা দেখা দিলে প্রাথমিক কিছু ঘরোয়া চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন। প্রাথমিক অবস্থায় ঘরেই শিশুর বাড়তি যত্ন নিলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো যায়। শিশুর বড় ধরনের রোগ বালাই থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। এই সময় শিশুর শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের ব্যবস্থা করতে হবে। হালকা গরম জল দিয়ে শরীর স্পঞ্জ করান। বুকের দুধ এবং তরল পানীয় পান করান।
জুলফিকার মোল্লা