TRENDING:

Bhaiphonta 2025: ভ্রাতৃদ্বিতীয়ায় বোনফোঁটা! দিদিদের মঙ্গলের জন্য যমের দুয়ারে কাঁটা দিলেন ভাই! তাঁদের কপালে দিলেন কল্যাণকর ফোঁটা!

Last Updated:

Bhaiphonta 2025: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাই বোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাইবোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র। আজ দশ বছর হল ভাইফোঁটার দিন দিদিদের কপালে ফোঁটা দিচ্ছেন ইন্দ্রজিৎ। এ বিষয়ে তিনি বলেন, আজকের দিনে বাবা মায়েরা তাঁদের ছেলে মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। তাঁদের কাছে দুই সন্তানই সমান। বেশিরভাগ বাবা মা, ছেলেকেও যেভাবে বড় করেন, মেয়েকেও তেমনই ভাবে পালন করেন।
advertisement

তাই বোনফোঁটাকেও দেখুন সমাজে বদলে যাওয়া এক নতুন রীতি হিসেবেই। যার মধ্যে নিহিত রয়েছে ভাইবোনের অটুট বন্ধনের বার্তা। পেশায় কম্পিউটার শিক্ষক বছর ত্রিশের ইন্দ্রজিৎ বলেন, ‘‘ বছর পনেরো আগে আমার মনে হল আমার দিদিরা তো আমার মঙ্গল কামনা করে ফোঁটা দেয়, আমিও যদি তাঁদের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে তাদের দীর্ঘায়ু কামনা করি সেটা তো ভালই। আমি ২০১৫ সালে শুরু করি বোনফোঁটা। দেখলাম আমার মা বাবা এবং দিদিরা এতটাই আনন্দের সঙ্গে বিষয়টা গ্রহণ করেছে, তাতে আমার উৎসাহ বেড়েছে আরও শতগুণে।’’

advertisement

বর্তমানে ইন্দ্রজিতের বাবা নেই। মা, স্ত্রী নিয়ে সংসার ইন্দ্রজিতের। তাঁর স্ত্রীও চান ইন্দ্রজিৎ যেন বোনফোঁটা কখনও বন্ধ না করেন। ভাইফোঁটার দিন এক শুভ মুহূর্তে ইন্দ্রজিতের তিন দিদি প্রতিমা, অসীমা, নীলিমা প্রথমে ভাইয়ের কপালে ফোঁটা দেন, তারপর দিদিদের ফোঁটা দেন ভাই।

আরও পড়ুন : ভাইয়ের পাতে দেদার ট্রেন্ডিং কেক পেস্ট্রি! দেদার বিক্রি মিষ্টি দই, ছানার পায়েস, রসমালাইয়ের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিদিদের দীর্ঘায়ু কামনা করে যমের দুয়ারে কাঁটা দেন তিনি। ছেলেমেয়েদের এই নিবিড় সম্পর্কের সাক্ষী থাকেন মা দীপালী মিশ্র, তিনি বলেন ‘‘হাজার কষ্টের মধ্যে এইটুকু সুখের মুহূর্ত আছে বলেই কষ্টের মধ্যেও বেশ ভাল আছি।’’

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhaiphonta 2025: ভ্রাতৃদ্বিতীয়ায় বোনফোঁটা! দিদিদের মঙ্গলের জন্য যমের দুয়ারে কাঁটা দিলেন ভাই! তাঁদের কপালে দিলেন কল্যাণকর ফোঁটা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল