TRENDING:

Bel Leaves: শিবের আরাধনায় বেলপাতা উৎসর্গ করা হয় কেন?

Last Updated:

Bel Leaves: শিবের আরাধনায় যে ছ’টি জিনিস প্রয়োজন হয়, সেগুলির মধ্যে অন্যতম হল বেলপাতা বা বিল্বপত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সদ্যই কেটে গেল মহাশিবরাত্রি (Mahashivratri 2022)৷ ফাল্গুন এবং চৈত্র, এই দুই মাসই শৈবদের কাছে গুরুত্বপূর্ণ৷ এ সময় জেনে নিন শিবপুজোয় বেলফল ও বেলপাতার ভূমিকা (Bel leaves in Shiva Worship)৷ বেলপাতা ও বেলফল দুটোই পুজোপার্বণে বহুলব্যবহৃত হয়৷ তাই বেলকে বলা হয় শ্রীফল৷ বেলের পাতা যে ত্রিপত্র হিসেবে বা তিনটি পাতা একসঙ্গে থাকে, একে মহাদেবের ত্রিনয়নের প্রতীক বলে মনে করা হয়৷ ভক্তদের বিশ্বাস, বেলপাতা মহাদেবের খুব প্রিয়৷ শিবের আরাধনায় যে ছ’টি জিনিস প্রয়োজন হয়, সেগুলির মধ্যে অন্যতম হল বেলপাতা বা বিল্বপত্র৷
বেলপাতা ও বেলফল দুটোই পুজোপার্বণে বহুলব্যবহৃত হয়
বেলপাতা ও বেলফল দুটোই পুজোপার্বণে বহুলব্যবহৃত হয়
advertisement

হিন্দুশাস্ত্রে বিল্বপত্রকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে৷ সত্ত্ব, রজঃ এবং তমঃ-র প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয় বেলপাতাকে৷ জীবনে সদর্থক শক্তি নিয়ে আসে সত্ত্ব৷ তমঃ হল তমসা বা অন্ধকার৷ বিল্বপত্রের মাঝখানের পাতাটি এই তিন বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে বলে বিশ্বাস৷

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে পঞ্চামৃতের গুরুত্ব কোথায়? কীভাবে তৈরি করবেন পঞ্চামৃত?

advertisement

বেলপাতার অনেক ওষধি গুণও আছে৷ স্বাস্থ্যের পক্ষে উপকারী বেলপাতা প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল৷ বেলপাতার নির্যাস রক্তে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে৷ গরমকালে বেলের পানার গুণও অতুলনীয়৷

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাসের বিধি কী কী? এই ব্রত পালনের রীতিই বা কী?

আরও পড়ুন : শিবরাত্রির দীর্ঘ উপবাস ভঙ্গ করতে কেন সাবুমাখা খাবেন? জানুন সাবুর অশেষ গুণ

advertisement

কীভাবে পুজোর জন্য বেলপাতা বেছে নেবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যে গাছে বেলফল এখনও হয়নি, তার পাতা পুজোয় ব্যবহার করা যায় না৷ যে গাছে শ্রীফল বা বেল হয়েছে, তারও সব পাতা নেওয়া যাবে না পুজোয়৷ দেখে নিতে হবে যাতে পাতায় চক্র ও বজ্র চিহ্ন না থাকে৷ কীটের উপস্থিতিতে বেলপাতায় সাদা চক্রের মতো দাগ তৈরি হয়৷ আর বজ্র হল পত্ররসের ঘন অংশ৷ তবে দেবাদিদেবকে উৎসর্গ করার সময় প্রতি বার একসঙ্গে তিনটি পত্রই উৎসর্গ করতে হবে৷ নয়তো তা উৎসর্গ করা অর্থহীন হয়ে পড়বে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bel Leaves: শিবের আরাধনায় বেলপাতা উৎসর্গ করা হয় কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল