TRENDING:

White egg or brown egg : সাদা না খয়েরি, কোন ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী?

Last Updated:

White egg or brown egg : অনেকেই ভাবতে বসেন, কোন ডিমটা ভাল? চিরাচরিত সাদা ডিম (white egg)? নাকি খয়েরি ডিম (brown egg)?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাতরাশে ডিমের মতো জনপ্রিয়তা খুব কম খাবারেরই আছে৷ হাফ বয়েলড থেকে অমলেট, বিভিন্ন রূপে ও স্বাদে খাওয়া যায় ডিম৷ প্রোটিন ও অন্যান্য পুষ্টিমূল্যেও ডিম ভরপুর৷ তাই একটা খাবারে এত গুণ থাকার ফলে খাদ্যতালিকায় ডিম না রাখলেই নয়৷ কিন্তু অনেকেই ভাবতে বসেন, কোন ডিমটা ভাল? চিরাচরিত সাদা ডিম (white egg)? নাকি খয়েরি ডিম (brown egg)? অনেকেই ভাবেন ব্রাউন ব্রেডের মতো বাদামি ডিমও বোধহয় বেশি পুষ্টিকর৷ কারণ চিনি থেকে শুরু করে পাস্তা, হোল উইট ক্র্যাকার-সবই সাদার তুলনায় খয়েরি বেশি পুষ্টিকর বলে মানা হয়৷
প্রশ্ন- কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়?
উত্তরঃ প্লাটিপাস ও ইচিডনা।
প্রশ্ন- মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে কোন পর্বতটি সবচেয়ে উঁচু ছিল?
উত্তর- মাউন্ট এভারেস্ট।
প্রশ্ন- কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়? উত্তরঃ প্লাটিপাস ও ইচিডনা। প্রশ্ন- মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে কোন পর্বতটি সবচেয়ে উঁচু ছিল? উত্তর- মাউন্ট এভারেস্ট।
advertisement

এখন প্রশ্ন হল, সাদার তুলনায় কি খয়েরি বেশি পুষ্টিকর? দামের দিক থেকে অবশ্য সাদা ডিমের থেকে খয়েরি ডিম অনেক বেশি মহার্ঘ্য৷

আরও পড়ুন : গর্ভে সন্তানধারণ না করেও মা হওয়া যায়, আন্তর্জাতিক নারী দিবসে জেনে নিন আইভিএফ-এর খুঁটিনাটি

সাদা ও খয়েরি ডিমের চেহারাগত পার্থক্য-

সাদা ডিমের কুসুম হলুদ রঙের৷ কিন্তু খয়েরি ডিমের কুসুমে হাল্কা খয়েরি আভা থাকে৷ পিগমেন্টের ফলে খয়েরি ডিমের খোলায় রঙের আভাস থাকে৷ তবে পুষ্টিমূল্যের দিক থেকে কিন্তু দু’টি ডিমই সমান৷

advertisement

আরও পড়ুন : রণভূমিতে মাকে ফেলে যেতে দিদির কাছে কেঁদে ভাসাল ৬ বছর বয়সি শিশু, ধ্বস্ত ইউক্রেনের করুণ ছবিতে আর্দ্র নেটদুনিয়া

প্রোটিন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ফ্যাট, কোলেস্টেরল-সহ একাধিক উপকারী উপাদান আছে ডিমে৷ সাদা ও খয়েরি, দু’ রকম ডিমেই সম পরিমাণ পুষ্টিমূল্য আছে৷ তাই উপকারিতার দিক থেকে বিচার করলে দু’ রকম ডিমই সমান৷

advertisement

আরও পড়ুন : বোমাবৃষ্টির মধ্যে ইউক্রেনীয় তরুণী বেহালায় জ্যোৎস্না রাত্রির সুর তুলছেন, নেটিজেনদের চোখে জল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

স্বাদের দিক থেকেও পার্থক্য আছে৷ কিন্তু কেন এই পার্থক্য? স্বাদের এই পার্থক্যের মূলে আছে যে মুরগি এই ডিম পাড়ছে, সেটি৷ মুরগির একাধিক প্রজাতি আছে৷ সেগুলির মধ্যে হোয়াইট লেগহর্ন সাদা ডিম পাড়ে৷ অন্যদিকে অন্যান্য প্রজাতি যেমন প্লাইমাউথ রকস, রোড আইল্যান্ড রেডস-এর মতো মুরগি যে ডিম পাড়ে, সেগুলির খোলার রং খয়েরি৷ এই প্রজাতির মুরগিদের দামী খাবার দেওয়া হয়৷ তাই সাদার তুলনায় খয়েরি ডিমের দামও বেশি৷ যদি একাধিক প্রজাতির মুরগিকে একইরকম খাবার খাওয়ানো হয়, তাহলে তাদের ডিমের স্বাদে এই বৈচিত্রও থাকবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
White egg or brown egg : সাদা না খয়েরি, কোন ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল