TRENDING:

Tourist Spot: কলকাতার খুব কাছেই মন ভাল করার স্পট, শীতের মিষ্টি সন্ধ্যায় প্রিয়জনকে নিয়ে কাটবে নিরিবিলি সময়! রইল ঠিকানা

Last Updated:

Tourist Spot: অনলাইনে বুকিং করতে পারবেন। খাওয়া দাওয়া সমেত প্রতিটি কটেজের দামও নাগালের মধ্যে। তাই আপনি যদি ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন একবার একটা দিন ঢুঁ মেরে যান প্রকৃতির কোলে থাকা এই ফুড়ুৎ ক্যাম্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: একটা কোথাও জায়গা, যেখানে অন্তত শান্তি মেলে। নেই যানবাহন কিংবা ব্যস্ততা, নেই হাঁক-ডাক, নেই কোলাহল। যতদূর চোখ যাবে ততদূরই শুধু সবুজ আর সবুজ। সবুজে ঘেরা গভীর জঙ্গল এক্সপ্লোর থেকে একটা দিন প্রকৃতির সঙ্গে কাটান এখানে এসে। রাত হলেই শেয়াল কিংবা বন্য জন্তুর আওয়াজ, সম্পূর্ণ পরিবেশ বান্ধব টেন্ট, চারিদিকে নিস্তব্ধতা সব মিলে এক দারুণ পরিবেশ। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য দারুণ জায়গা। শুধু তাই নয়, সারাদিন অফিস করে ক্লান্ত। খাওয়া-দাওয়া মিলে পরিবেশের মধ্যে সময় কাটান এখানে এসে, এক নিখাদ আনন্দ পাবেন। সামান্য খরচে এখানে।
advertisement

সবুজ গাছ, নিস্তব্ধতা, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ান, একদিন কাটিয়ে ফিরুন নিজের কাজে। এমন সুন্দর জায়গার খোঁজ করেন সকলে। কলকাতার খুব কাছে এমন সুন্দর পরিবেশবান্ধব উপাদান দিয়ে সাজান গোছান এমন জায়গা মন ভাল করে দেবে। কলকাতার খুব কাছে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল এলাকায় রয়েছে নেচার ক্যাম্প এই ফুড়ুৎ ক্যাম্প। জঙ্গলের খুব কাছে বেশ কয়েকটি কটেজ। দিনের আলোর তুলনায় রাতে আরও মোহনীয় রূপ নেয়। থাকে ক্যাম্প ফায়ারের সুবিধা।

advertisement

আরও পড়ুন: বীরভূমের প্রান্তিক এলাকায় চালু নতুন বাস রুট, সহজেই হবে সিউড়ি যাতায়াত! সময়সূচি জানিয়ে দিল SBSTC

View More

এখানে নেই, প্লাস্টিকের ব্যবহার। ফেলে দেওয়া নানা উপাদান দিয়ে সাজান হয়েছে পুরো এলাকা। রাতে নেই তারস্বরে মাইক বাজানোর অনুমতি। রাতে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির অনন্য রূপ উপভোগ করতে চাইলে এই জায়গা পারফেক্ট, তাও আবার কলকাতার কাছেই পশ্চিম মেদিনীপুরে। বাইরে গিয়ে খাবারের প্রয়োজন নেই। এক্সপ্লোর করতে পারবেন গোটা পরিবেশ, মন ভাল করার ঠিকানা এই জায়গা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনলাইনে বুকিং করতে পারবেন। খাওয়া দাওয়া সমেত প্রতিটি কটেজের দামও নাগালের মধ্যে। তাই আপনি যদি ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন একবার একটা দিন ঢুঁ মেরে যান প্রকৃতির কোলে থাকা এই ফুড়ুৎ ক্যাম্প। না দেখলে মিস করবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourist Spot: কলকাতার খুব কাছেই মন ভাল করার স্পট, শীতের মিষ্টি সন্ধ্যায় প্রিয়জনকে নিয়ে কাটবে নিরিবিলি সময়! রইল ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল