সবুজ গাছ, নিস্তব্ধতা, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ান, একদিন কাটিয়ে ফিরুন নিজের কাজে। এমন সুন্দর জায়গার খোঁজ করেন সকলে। কলকাতার খুব কাছে এমন সুন্দর পরিবেশবান্ধব উপাদান দিয়ে সাজান গোছান এমন জায়গা মন ভাল করে দেবে। কলকাতার খুব কাছে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল এলাকায় রয়েছে নেচার ক্যাম্প এই ফুড়ুৎ ক্যাম্প। জঙ্গলের খুব কাছে বেশ কয়েকটি কটেজ। দিনের আলোর তুলনায় রাতে আরও মোহনীয় রূপ নেয়। থাকে ক্যাম্প ফায়ারের সুবিধা।
advertisement
আরও পড়ুন: বীরভূমের প্রান্তিক এলাকায় চালু নতুন বাস রুট, সহজেই হবে সিউড়ি যাতায়াত! সময়সূচি জানিয়ে দিল SBSTC
এখানে নেই, প্লাস্টিকের ব্যবহার। ফেলে দেওয়া নানা উপাদান দিয়ে সাজান হয়েছে পুরো এলাকা। রাতে নেই তারস্বরে মাইক বাজানোর অনুমতি। রাতে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির অনন্য রূপ উপভোগ করতে চাইলে এই জায়গা পারফেক্ট, তাও আবার কলকাতার কাছেই পশ্চিম মেদিনীপুরে। বাইরে গিয়ে খাবারের প্রয়োজন নেই। এক্সপ্লোর করতে পারবেন গোটা পরিবেশ, মন ভাল করার ঠিকানা এই জায়গা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনলাইনে বুকিং করতে পারবেন। খাওয়া দাওয়া সমেত প্রতিটি কটেজের দামও নাগালের মধ্যে। তাই আপনি যদি ঘুরে আসার পরিকল্পনা নিয়েছেন একবার একটা দিন ঢুঁ মেরে যান প্রকৃতির কোলে থাকা এই ফুড়ুৎ ক্যাম্প। না দেখলে মিস করবেন।





