যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে একদিন অথবা দুদিনের জন্য অনায়াসে সময় কাটাতে পারবেন। এক, দু'দিনের ছুটি কাটানোর জন্য একদম আদর্শ এই জায়গা। অল্প টাকার মধ্যেই উপভোগ করতে পারবেন জঙ্গলের শান্ত নিরিবিলি পরিবেশ, সঙ্গে আদিবাসী নৃত্য। জায়গাটা হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম। আউশগ্রামের ভালকি মাচানের অরণ্য সুন্দরী রিসর্ট। এই রিসর্টের সাজানো গোছানো মনোরম পরিবেশে গেলে মুগ্ধ হয়ে যাবেন। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই রিসর্টে থাকা এবং খাওয়ার জন্য ঠিক কত টাকা লাগতে পারে।
advertisement
আরও পড়ুনঃ বিয়ের কিছুদিনেই সঙ্গীর সঙ্গে মিলনে অনীহা? কীভাবে বজায় রাখবেন সম্পর্কের উষ্ণতা, রইল দারুণ টোটকা
অরণ্য সুন্দরী রিসর্টের ম্যানেজার ওঙ্কার ঘোষ বলেন, এই রিসর্টে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ডবল বেড নন এসি রুম রয়েছে মাত্র ১০০০ টাকায়, ফোর বেড রুম ১৫০০ টাকায়, থ্রি বেড ১২০০ টাকা এবং ১৩ বেডের ডরমেটরি রয়েছে ৩০০০ টাকায়। এছাড়াও এবছর প্যাকেজ সিস্টেম চালু করা হয়েছে, যেখানে দুজনের ডাবল বেড রুমে সারাদিন থাকা এবং খাওয়া নিয়ে পড়বে মাথাপিছু ১১৫০ টাকা করে।
আরও পড়ুনঃ আচমকা বদলাবে আবহাওয়া! ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি, ভারী-প্রবল ভারী বর্ষণের ভ্রুকুটি, লাল সতর্কতা জারি
রিসর্টের খাবারে থাকবে মাছ, মাংস, পকোড়া , চা সহ আরও অনেক কিছু। এছাড়াও এই রিসর্টে ক্যাম্প ফায়ার এবং আদিবাসী নৃত্য দেখার ব্যবস্থাও রয়েছে। ক্যাম্প ফায়ার সঙ্গে আদিবাসী নৃত্য ৩০০০ টাকা , শুধু ক্যাম্প ফায়ার ৬০০ টাকা। চিকেন তন্দুরি কেজিতে ৪০০ টাকা এবং চিকেন পকোড়া কেজিতে ৪০০ টাকা।
আউশগ্রামের এই রিসর্টে গেলে জঙ্গল ঘেরা পরিবেশে তো মুগ্ধ হবেনই, তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। তবে রিসর্টের বাইরের জায়গাগুলি দেখতে গেলে আলাদা করে টাকা দিতে হবে। এই রিসর্ট থেকে যেতে পারেন আদুরিয়া জঙ্গল। আদুরিয়া জঙ্গল গেলে দেখা মিলবে ময়ূরের। যাওয়া যেতে পারে কাছেই গুসকরা শহরের কাছে ডোকরা গ্রাম। এই গ্রামে গেলে চোখে পড়বে ডোকরার দারুণ দারুণ নিদর্শন। ডোকরার গয়না থেকে শুরু করে বিভিন্ন মূর্তি পাওয়া যাবে এই গ্রামেই।
এছাড়াও ভালকি মাচান অরণ্য সুন্দরী রিসর্ট থেকে স্বল্প দূরত্বে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িতেই শুটিং হয়েছে বিভিন্ন সিনেমা এবং টিভি সিরিয়ালের। এবার পুজোতে রিলিজ হওয়া বহুরূপী সিনেমারও শ্যুটিং হয়েছে এই কালিকাপুর রাজবাড়িতেই। এছাড়াও অরণ্যসুন্দরী রিসর্ট থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব খুবই কম। বর্ধমান আসানসোল লাইনের ট্রেন ধরে মানকর স্টেশনে নেমে, অটো অথবা টোটো করে কয়েক মিনিটের মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন এই রিসর্টে। এছাড়াও বর্ধমান স্টেশন অথবা মানকর স্টেশন থেকে গাড়িতে যেতে চাইলে, রিসর্টে আগে থেকে জানালে গাড়ির ব্যবস্থাও করা হয়। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 98328 28538 এই নম্বরে।
বনোয়ারীলাল চৌধুরী