ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে শালবনি এলাকায় রয়েছে ক্রিস গার্ডেন নামের একটি ফ্লাওয়ার ও চিলড্রেন পার্ক। কয়েক বছর ধরে পর্যটকদের কাছে বেড়ানোর একটি সেরা ঠিকানা হয়ে উঠেছে এই পার্কটি। পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার জন্য নানা সামগ্রী। বিভিন্ন সাজসজ্জার পাশাপাশি রয়েছে হরেক রকমের পাখি রয়েছে বিভিন্ন প্রকার মাছের একুরিয়াম। রয়েছে একটি বৃহৎ আকৃতির ওপেন একুরিয়াম যেখানে রংবেরঙের মাছ খেলা করে বেড়াচ্ছে। সবুজ শাল জঙ্গলের স্নিগ্ধতার মধ্যে পর্যটকদের মন হারিয়ে যেতে পারে ক্রিস গার্ডেনে।
advertisement
আরও পড়ুনঃ জ্বরের পরে কীভাবে দু’দিনেই দুর্বলতা কাটিয়ে হবেন ফিট? মক্ষম মন্ত্র দিলেন বিশেষজ্ঞ
একটি লৌহ আয়রন সংস্থার দ্বারা পার্কটি নিয়ন্ত্রিত হয়। সংস্থার জেনারেল ম্যানেজার শুভ মজুমদার বলেন, “মূলত বিভিন্ন প্রকার ফুল ও শিশুদের খেলার নানা সামগ্রী দিয়ে পার্ক সাজিয়ে তোলা হয়েছে। সবুজ শাল জঙ্গলের মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে এই পার্কটিতে। প্রতিবছর দূর-দূরান্তের বহু পর্যটক এখানে বেড়াতে আসে। দীর্ঘক্ষণ সময় কাটায়তারা। পার্কে রয়েছে বিভিন্ন প্রকারের পাখি ও একুরিয়ামের মধ্যে মাছ। পর্যটকদের জন্য পিকনিক করার পিকনিক স্পট রয়েছে এখানে। নভেম্বর মাসশেষ হলেই ফুলে ভরে যায় পার্কের কোনায় কোনায়”।
আরও পড়ুনঃ সদ্য স্থান পেয়েছে পর্যটন মানচিত্রে, রিশপের খুব কাছে এই অভূতপূর্ব ছোট্ট গ্রাম, বড়দিনে ঘুরে আসুন
পর্যটকরা বেড়াতে এসে সবুজ শাল জঙ্গলের মনোরম পরিবেশে বেড়ানোর পাশাপাশি তাদের পিকনিক করার ব্যবস্থা রয়েছে ক্রিস গার্ডেনে। কৃষ গার্ডেনের উল্টোদিকে রয়েছে পিকনিক স্পট। পার্কে বেড়ানোর পাশাপাশি পর্যটকরা পিকনিক করে জমিয়ে শাল জঙ্গলের ছায়ায় ভুরিভোজ করতে পারে।
বুদ্ধদেব বেরা