শুধু তাই নয়, এই পার্কে রয়েছে দেশ-বিদেশের শতাধিক প্রজাতির পাখি। পাশাপাশি পার্কে ঘুরতে আসা ভ্রমণকারীদের জন্য তৈরি করা হয়েছে বসার মতো মনোরম পরিবেশ। রয়েছে ট্রি হাউস, রেস্তোরাঁ ও ঝিলে বোটিং এর ব্যবস্থা। মালদহের নিত্যানন্দপুরের দিলালপুর এলাকায় অবস্থিত এই পার্কে মনোরম পরিবেশ কাটাতে ভিড় জমছে পর্যটকদের।
আরও পড়ুন: ১০০০-১৫০০ খরচের দিন শেষ! এবার মাত্র ২৫০ টাকায় কলকাতায় পাবেন এসি রুম, জানুন বুকিং পদ্ধতি
advertisement
মালদহের ওই পার্ক কর্তৃপক্ষ জ্যোতিষ চন্দ্র বিশ্বাস জানান, “প্রায় তিন একর এলাকা জুড়ে রয়েছে এই পার্কটি। এখানে জঙ্গলের মতো মনোরম পরিবেশ দিতে শতাধিক বড় বড় গাছ রয়েছে ও পর্যটকদের একান্ত সময় কাটানোর জন্য কাপলস ট্রি হাউস রয়েছে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণের জন্য প্যারিসের আইফেল টাওয়ারের আদলে একটি উঁচু টাওয়ার তৈরি করা হয়েছে। সন্ধ্যা নামলেই পার্কের সৌন্দর্য মনোরম পরিবেশ কাটাতে ভিড় জমে পর্যটকদের।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একাধিক রকম মনোরম পরিবেশ যুক্ত এই পার্ক যেন এক টুকরো স্বর্গরাজ্য। জেলাবাসীদের সপ্তাহান্তে ছুটি কাটানোর অন্যতম মনোরম পরিবেশ হয়ে দাঁড়িয়েছে মালদহের শহরের গা ঘেঁষা গ্রামের এই পার্ক। গ্রাম্য এলাকায় হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন এই পার্কে ভিড় বাড়ে পর্যটকদের।