বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়। সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। তার কোলঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর তীরে কালাপাথর গ্রামে রয়েছে একটি ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে তা কালাঝর্ণা নামে পরিচিত।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ার কাছেই এই রাজবাড়ি ইতিহাসের জীবন্ত দলিল, সপ্তাহান্তে ঘুরে আসুন
পাহাড় বাদেও রয়েছে, একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্ট টিতে রয়েছে সব রকমের ব্যবস্থা। থাকা, খাওয়া, বাচ্চাদের জন্য পার্ক। প্রিয় মানুষের সঙ্গে হাঁটার জন্য সুন্দর রোমান্টিক রাস্তা। মূলত পাহাড় নদী ছাড়াও এই ইকোরিসোরিটি হচ্ছে মূল একটি আকর্ষণের জায়গা। মানুষের ভিড় শীতে স্বাভাবিকভাবেই বেশি! তবে বর্ষাতেও দেখা যায় ভিড়।
এই বর্ষায় ঘুরে দেখুন অজানা অচেনা বাঁকুড়া! বর্ষা কিন্তু বেশ ভালই রয়েছে। মিস করবেন না কিন্তু বাঁকুড়ার বড়দি পাহাড় ইকো রিসোর্ট, এবং নদীর ধারের টিলা।
নীলাঞ্জন ব্যানার্জী





