TRENDING:

Breast Health : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত

Last Updated:

Breast Health : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিলাদের স্বাস্থ্যের প্রসঙ্গ এলেই গুঞ্জরিত হতে থাকে একাধিক মিথ৷ সেগুলির মধ্যে অন্যতম হল স্তনযুগল ঠিক রাখার জন্য অন্তর্বাস পরা অবশ্য প্রয়োজনীয়৷ কিন্তু প্রকৃত ছবি হল, অন্তর্বাস পরা স্বাস্থ্যের তুলনায় অনেক বেশি জড়িয়ে আছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর৷ এই নিয়ে সম্প্রতি বলেছেন ডক্টর তনয়া৷ যিনি ইনস্টাগ্রামে বেশি পরিচিত ডক্টর কিউটেরাস নামে৷
Breast Health
Breast Health
advertisement

ইদানীং একটি ইনস্টাগ্রাম রিলে তিনি বলেছেন ব্রেস্ট টোসিস (Breast Ptosis) সমস্যা নিয়ে৷ চিকিৎসার পরিভাষায় যে সমস্যা লুকিয়ে আছে, তা হল স্তন ঝুলে যাওয়া৷ একে আমরা অনেকেই ব্রেস্ট স্যাগিং বলেও চিনে এসেছি৷ প্রচলিত বহুল ধারণা হল, ব্রেসিয়ার বা ব্রা না পরলে স্তন শিথিল হয়ে ঝুলে যায়৷ যদিও ডক্টর তনয়ার মত, স্তনের স্বাস্থ্যের উপর অন্তর্বাসের কোনও প্রভাব নেই৷ বরং, এটা অনেক বেশি ফ্যাশন স্টেটমেন্ট৷

advertisement

আরও পড়ুন : কোনও শ্যাম্পু-কন্ডিশনারেই চুল ভাল থাকছে না? এবার এই গাছের ফল ব্যবহার করে দেখুন

অনেকেরই অনুভূতি, অন্তর্বাস পরলে স্তন ও স্তনবৃন্ত দৃঢ় থাকে৷ সে প্রসঙ্গে তনয়ার মত, স্তনের আকার ভারী হলে শারীরিক অনুশীলন ও জগিংয়ের সময় অন্তর্বাস পরলে সুবিধে হয়৷ একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন এই বলে যে ব্রা না পরলে স্তনযুগল শিথিল হয়ে পড়বে না৷ এও বলেছেন, আন্ডারওয়্যার্ড ব্রা অথবা কালো রঙের ব্রা পরলে ব্রেস্ট ক্যানসার হয় না৷

advertisement

আরও পড়ুন : ব্রেস্ট ক্যানসারের এই ভয়ঙ্কর ধরনকে প্রতিহত করতে জাদুর মতো কাজ করে এই মশলা

আরও পড়ুন : আপনি অন্তঃসত্ত্বা? এই খাবারের গুণে সব জটিলতা এড়িয়ে চলুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে তনয়ার থেকে কিছুটা অন্য সুর অ্যান্ড্রিয়া ম্যাড্রিগ্রানোর গলায়৷ এই এমডি তথা শিকাগোর ব্রেস্ট সার্জন ও অ্যাসোসিয়েট প্রফেসরের দাবি, স্তনের আকার বড় ও ভারী হলে অন্তর্বাস পরা সুবিধেজনক৷ কারণ বড় স্তন অনেক সময়েই পিঠে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়৷ পশ্চার সমস্যার জন্য সেক্ষেত্রে যন্ত্রণা হতে পারে কাঁধেও৷ সেক্ষেত্রে তাঁর পরামর্শ, অন্তর্বাস পরার৷ তাহলে যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে৷ কারণ অন্তর্বাস পরলে স্তনের ভার বক্ষদেশ, পিঠ কাঁধের উপর থেকে অন্তর্হিত হয়ে যায়৷ ফলে অনেকটাই রেহাই পাওয়া যায় যন্ত্রণা থেকে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Health : স্তনের সুস্বাস্থ্যের জন্য অন্তর্বাস পরতেই হবে? জানুন, চিকিৎসকদের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল