কিন্তু এমন পরিস্থিতিতে, আরও একটি সহজ সমাধানের পথ জানানো যেতে পারে, যে কৌশলে কোনও মানুষ নিজে থেকেই ধনী হয়ে উঠতে পারেন। খুবই সহজ এবং সংক্ষিপ্ত এই কৌশল। এটি প্রয়োগ করলে যে কোনও মানুষ সামান্য কয়েক দিনের মধ্যেই তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এমনকী হঠাৎ রাজা হয়ে যাওয়াও হয়তো তেমন কঠিন বলে মনে হবে না। এ জন্য প্রয়োজন হবে একটি মাত্র সামগ্রীর, যা হাতের কাছে পাওয়াও তেমন কঠিন নয়।
advertisement
আরও পড়ুন- মঙ্গলের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে রাজযোগ! জানুন কাদের কেমন কাটবে সময়
সুগন্ধি। শুধু মাত্র সুগন্ধি ব্যবহার করেই হওয়া যেতে পারে রাজা। সে ডিও হোক, পারফিউম বা আতর। এমনই মনে করে শাস্ত্র। তবে হ্যাঁ, ব্যবহার করতে হবে নিয়ম মেনে।
হিন্দু ধর্মে, পুজো-পাঠের সময় সুগন্ধি ব্যবহারের রীতি প্রচলিত রয়েছে দীর্ঘদিন ধরেই। আবার এই সুগন্ধিই নিতান্ত বিলাসের বস্তু হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে, ঘরের বাইরে পা দেওয়ার আগে যদি নাভিতে একটু সুগন্ধি লাগিয়ে নেওয়া যায় তা হলে এক রাতেই বদলে যেতে পারে যে কোনও মানুষের ভাগ্য। হ্যাঁ, কথাটা শুনে অবাক হওয়ার মতো মনে হলেও, আসলে এটি সত্যি। সাধারণত, বলা হয়ে থাকে বাড়ি থেকে বের হওয়ার আগে নাভিতে সামান্য সুগন্ধি লাগালে ভাগ্য বদলে যাবে।
একই সময়ে, মনে রাখতে হবে যে এই সুগন্ধিটি নিজের টাকায় কেনা উচিত। আসলে এই প্রতিকার করতে হলে প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে সব কাজ শেষ করে খাবার খাওয়ার আগে নাভিতে সুগন্ধি লাগাতে হবে। এ জন্য যে কোনও আঙুলের সাহায্যে সুগন্ধি নাভিতে লাগিয়ে নেওয়া যেতে পারে।
যে কোনও সুগন্ধীই ব্যবহার করা যেতে পারে। তবে সামাজিক সম্মান বাড়াতে চাইলে চন্দন সুগন্ধি লাগানোই শ্রেয়।