TRENDING:

Perfume: রাতারাতি বড়লোক হতে চান? পারফিউম এভাবে মাখছেন তো?

Last Updated:

পৃথিবীর প্রতিটি মানুষই চান সবচেয়ে ধনী হতে। আর এই চাওয়া থেকেই যাবতীয় বিপত্তির শুরু। সহজে অর্থ রোজগারের নেশায় মানুষ কত কী না করে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধনী হতে কে না চায়! সৎ পথে রোজগার করা অর্থে বড়লোক হওয়ার মধ্যে কোনও অপরাধও নেই। পৃথিবীর প্রতিটি মানুষই চান সবচেয়ে ধনী হতে। আর এই চাওয়া থেকেই যাবতীয় বিপত্তির শুরু। সহজে অর্থ রোজগারের নেশায় মানুষ কত কী না করে চলেছে।
Representative Image
Representative Image
advertisement

কিন্তু এমন পরিস্থিতিতে, আরও একটি সহজ সমাধানের পথ জানানো যেতে পারে, যে কৌশলে কোনও মানুষ নিজে থেকেই ধনী হয়ে উঠতে পারেন। খুবই সহজ এবং সংক্ষিপ্ত এই কৌশল। এটি প্রয়োগ করলে যে কোনও মানুষ সামান্য কয়েক দিনের মধ্যেই তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এমনকী হঠাৎ রাজা হয়ে যাওয়াও হয়তো তেমন কঠিন বলে মনে হবে না। এ জন্য প্রয়োজন হবে একটি মাত্র সামগ্রীর, যা হাতের কাছে পাওয়াও তেমন কঠিন নয়।

advertisement

আরও পড়ুন- মঙ্গলের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে রাজযোগ! জানুন কাদের কেমন কাটবে সময়

সুগন্ধি। শুধু মাত্র সুগন্ধি ব্যবহার করেই হওয়া যেতে পারে রাজা। সে ডিও হোক, পারফিউম বা আতর। এমনই মনে করে শাস্ত্র। তবে হ্যাঁ, ব্যবহার করতে হবে নিয়ম মেনে।

হিন্দু ধর্মে, পুজো-পাঠের সময় সুগন্ধি ব্যবহারের রীতি প্রচলিত রয়েছে দীর্ঘদিন ধরেই। আবার এই সুগন্ধিই নিতান্ত বিলাসের বস্তু হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে, ঘরের বাইরে পা দেওয়ার আগে যদি নাভিতে একটু সুগন্ধি লাগিয়ে নেওয়া যায় তা হলে এক রাতেই বদলে যেতে পারে যে কোনও মানুষের ভাগ্য। হ্যাঁ, কথাটা শুনে অবাক হওয়ার মতো মনে হলেও, আসলে এটি সত্যি। সাধারণত, বলা হয়ে থাকে বাড়ি থেকে বের হওয়ার আগে নাভিতে সামান্য সুগন্ধি লাগালে ভাগ্য বদলে যাবে।

advertisement

আরও পড়ুন-সঙ্গী নয়, রাখিবন্ধন পালন করতে টিন্ডারে বোন খুঁজতে এলেন মুম্বইয়ের এক ব্যক্তি! কিন্তু পেলেন কি সেই বোন?

একই সময়ে, মনে রাখতে হবে যে এই সুগন্ধিটি নিজের টাকায় কেনা উচিত। আসলে এই প্রতিকার করতে হলে প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে সব কাজ শেষ করে খাবার খাওয়ার আগে নাভিতে সুগন্ধি লাগাতে হবে। এ জন্য যে কোনও আঙুলের সাহায্যে সুগন্ধি নাভিতে লাগিয়ে নেওয়া যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যে কোনও সুগন্ধীই ব্যবহার করা যেতে পারে। তবে সামাজিক সম্মান বাড়াতে চাইলে চন্দন সুগন্ধি লাগানোই শ্রেয়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Perfume: রাতারাতি বড়লোক হতে চান? পারফিউম এভাবে মাখছেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল