TRENDING:

Risk of Cloth Mask: কাপড়ের মাস্ক পরছেন? কোভিডে সংক্রমিত হতে পারেন ২০ মিনিটে, বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

সাম্প্রতিক গবেষণা বলছে, কাপড়ের মাস্ক পরলে ২০ মিনিটের মধ্যে আপনি সংক্রমিত হতে পারেন (risk of using cloth mask)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোভিড অতিমারির তৃতীয় তরঙ্গে আবার উঠে এসেছে কাপড়ের মাস্ক বনাম এন-৯৫ মাস্ক দ্বন্দ্ব (cloth mask vs N-95 mask)৷ দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ধীরে ধীরে কমে আসার পর অনেকেই কাপড়ের মাস্কে মুখ ঢেকেছেন৷ অনেকেরই যুক্তি ছিল, শীতকালে এন ৯৫ মাস্ক ব্যবহার করলে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে খুব সমস্যা হয়৷ কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, কাপড়ের মাস্ক পরলে ২০ মিনিটের মধ্যে আপনি সংক্রমিত হতে পারেন (risk of using cloth mask)৷
advertisement

আরও পড়ুন : সাধারণ সর্দিকাশিতেও বাচ্চার সামনে মাস্ক পরে থাকুন’, মত শিশুরোগ বিশেষজ্ঞর

গবেষক ও বিশেষজ্ঞদের মত, করোনা ভাইরাসের বিরুদ্ধে সবথেকে বেশি সুরক্ষা দেয় এন-৯৫ মাস্কই৷ সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি-র তথ্য অনুযায়ী, সংক্রমিত ব্যক্তি যদি মাস্কবিহীন থাকেন তাহলে তাঁর ৬ ফিট দূরত্বের মধ্যে থাকা মাস্কহীন সুস্থ ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে সংক্রমিত হতে পারেন৷ যদি দু’জনেই কাপড়ের মাস্ক পরেন তাহলে সংক্রমণ হতে পারে ২৭ মিনিটের মধ্যে৷ সংক্রমিত হওয়ার সময়সীমা কমতে পারে ২০ মিনিটে যদি আক্রান্ত মাস্ক না পরেন এবং অন্য জন কাপড়ের মস্ক পরে থাকেন৷ মাস্কহীন সংক্রমিতের থেকে সার্জিক্যাল মাস্ক পরা সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারেন ৩০ মিনিটের মধ্যে৷ কিন্তু যদি দু’জনেই এন-৯৫ মাস্ক পরেন, তাহলে সংক্রমণের সময়সীমা বেড়ে হবে ২৫ ঘণ্টা৷

advertisement

আরও পড়ুন : রক্তাল্পতা, কোলন ক্যানসারের মতো জটিল রোগ থেকে দূরে রাখে ভুট্টা

কিন্তু যদি এরকম হয় যে আক্রান্ত ব্যক্তি মাস্কহীন আছেন, আর তাঁর কাছে এন-৯৫ মাস্ক পরে আছেন একজন সুস্থ, তাহলে ঝুঁকি কতটা? গবেষকদের মত, আক্রান্ত বা সুস্থ ব্যক্তি, কেউ একজন এন-৯৫ পরলেই সংক্রমণ ছড়াতে সময় নেবে আড়াই ঘণ্টা৷

advertisement

আরও পড়ুন : আপনার সন্তান ১৫-১৮ বছর বয়সি? জেনে নিন টিকা নেওয়ার জন্য কী কী করতে হবে

এন-৯৫ মাস্কের পাশাপাশি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করাও যথাযথ, বলছেন বিশেষজ্ঞরা৷ যদি একান্তই কাপড়ের মাস্ক ব্যবহার করতে হয়, তাহলে তার সঙ্গে সার্জিক্যাল মাস্ক পরতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা৷ বিধ্বংসী তৃতীয় তরঙ্গের দাপটে নাকে ও মুখে শুধু একটি কাপড়ের মাস্কের আবরণ? বিশেষজ্ঞদের মত, সেক্ষেত্রে শিয়রে শমন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Risk of Cloth Mask: কাপড়ের মাস্ক পরছেন? কোভিডে সংক্রমিত হতে পারেন ২০ মিনিটে, বলছেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল