বিয়ে বিয়ে বাড়িতে আনন্দে করার মাঝেমধ্যেই আপনার পোশাকের উপর শুধু শুধু চোখ পড়ে যাচ্ছে। কখন কী দাগ লেগে যায়। তার উপরে একটু ভালমন্দ খাওয়ার সময় আপনাকে নিজের পোশাকটি বাঁচিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর এইসব চিন্তা এক নিমেষেই দূর হতে পারে। মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করলে।
আরও পড়ুন: সবজি নয় ‘সঞ্জীবনী’! চোখের সমস্যা গায়েব, সাফ হবে পেট, কমবে ওজনও
advertisement
শুধুমাত্র নামিদামি ডিটারজেন্ট পাউডার নয় আপনি এই কয়েকটা জিনিস ব্যবহার করুন আর সঙ্গে সঙ্গেই ফল মিলবেন আপনার। আর তাই বিয়ে বাড়িতে বা যে কোনও অনুষ্ঠানে আপনি নির্ভাবনায় চলাফেরা করতে পারবেন। যদি কোনওভাবে খেতে গিয়ে বা কোনও কিছু করতে গিয়ে হঠাৎই আপনার জামা কাপড়ে যদি দাগ লেগে যায় তাহলে কীভাবে তুলে দেবেন জেনে নিন।
আপনার বাড়িতে ব্যবহার করার যে কোন ডিটারজেন্ট পাউডার এর সঙ্গে ভিনিগার ও লেবুর রস, হালকা গরম জলে কিছুটা হালকা অ্যামোনিয়া ঢেলে দিন৷ তারপর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর ভাল করে কেচে ধুয়ে নিলেই আপনার পোশাক একেবারে নতুনের মতো হয়ে যাবে৷
সুমন সাহা