TRENDING:

Viral Video: হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা

Last Updated:

Viral Video:কিছু ক্ষণ পর পিছন থেকে হঠাৎ দ্রুতগতিতে চলে এল একটি কুমির (crocodile)৷ টের পেয়ে প্রাণপণে সাঁতার কাটতে লাগলেন যুবক৷ প্রাণে বাঁচলেন বটে৷ কিন্তু হাতে কামড় বসিয়ে দিল কুমিরটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাঁতারের সুখকর অভিজ্ঞতা মুহূর্তের মধ্যে পরিণত হল মৃত্যুদূতের সঙ্গে সাক্ষাতে৷ এরকমই একটি ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক হ্রদে নিশ্চিন্তে সাঁতার কাটছেন৷ কিছু ক্ষণ পর পিছন থেকে হঠাৎ দ্রুতগতিতে চলে এল একটি কুমির (crocodile)৷ টের পেয়ে প্রাণপণে সাঁতার কাটতে লাগলেন যুবক৷ প্রাণে বাঁচলেন বটে৷ কিন্তু হাতে কামড় বসিয়ে দিল কুমিরটি৷
advertisement

শিরদাঁড়ায় হিমশীতল স্রোত বইয়ে দেওয়া এই ভিডিও ব্রাজিলের (Brazil) ঘটনা বলে জানা গিয়েছে৷ কাম্পো গ্রন্দ এলাকায় কিছুটা জঙ্গুলে জায়গায় পর্যটকদের প্রিয় এই হ্রদের নাম ‘দ্য লাগো দো আমোর’৷ স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘প্রেমের হ্রদ’৷ সেখানেই এই বিপত্তি ঘটে৷ পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন উইলিয়ান ক্যাটানো৷

আরও পড়ুন : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা

advertisement

তবে শোনা গিয়েছে পর্যটকদের কাছে প্রিয় হলেও এই হ্রদে সাঁতার কাটা নিষিদ্ধ৷ অভিযোগ, নিয়ম লঙ্ঘন করেই ওই তরুণ সাঁতার কাটতে নেমেছিলেন৷

ভিডিওতে দেখা যাচ্ছে নিস্তরঙ্গ হ্রদে সাঁতার কাটার সময় হঠাৎই যুবককে ধাওয়া করে আসে একটি অ্যালিগেটর৷ ‘শিকার’-কে নাগালের মধ্যে পেয়ে দ্রুত বি-লাইন তৈরি করে নেয় সরীসৃপটি৷ অর্থাৎ তরুণকে ঘিরে চক্রাকারে সাঁতার কাটতে শুরু করে৷ বিপদ আসন্ন জেনে জীবন হাতে করে সাঁতার কাটতে শুরু করেন ওই তরুণ৷ প্রাণে বেঁচে গেলেও তাঁর হাত কামড়ে ধরেছিল কুমিরটি৷

advertisement

আরও পড়ুন : সুস্থ থাকতে এই তিক্ত স্বাদগুলি ঘুরিয়ে ফিরিয়ে পড়ুক আপনার পাতে

কুমিরের আক্রমণ থেকে বাঁচার জন্য চেষ্টার কোনও কসুর রাখেননি ওই যুবক৷ অবশেষে নিজের প্রাণ বাঁচাতে তিনি সক্ষম হন৷ সাঁতারের পর জল থেকে তিনি উঠে আসেন দু’ চোখেমুখে চরম আতঙ্ক নিয়ে৷ কুমিরের কামড়ে তাঁর ডান বাহু থেকে তখন রক্ত ঝরছে৷ বলেছেন, তিনি জানতেন না এই হ্রদে কুমির আছে৷

advertisement

আরও পড়ুন : ডেঙ্গু থেকে দূরে থাকতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গারাপেইরা মারিনালভা দা সিলভা৷ গত পাঁচ বছর ধরে তিনি এই হ্রদের ধারে আখের রস বিক্রি করছেন৷ বলেছেন, তিনি এই প্রথম দেখলেন হ্রদে কাউকে সাঁতার কাটতে৷ এই হ্রদ কুমিরের জন্য কুখ্যাত৷ সেকথাও বলেছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘বাচ্চারা মাঝে মাঝে হ্রদের কাছে চলে গেলে আমরা কুমিরের কথা বলে সাবধান করে দিই৷ নেটিজেনদের মত, হ্রদের পাশে কুমির নিয়ে সতর্কতামূলক বোর্ড থাকলে ওই তরুণ এই আক্রমণ এড়াতে পারতেন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: হ্রদে সাঁতার কাটার সময় তরুণের হাতে কামড় কুমিরের! আতঙ্কের ভাইরাল ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল