আরও পড়ুন : অনিদ্রার জন্য ভাল ঘুম হয় না রাতে? ডায়েটে রাখুন এই খাবারগুলি
অনেকেই এই মর্মে শেয়ার করেছেন ট্যুইটারে ৷ তাঁদের মধ্যে আছেন রাজ্যসভার সদস্য পরিমল নথওয়ানিও ৷ তিনি ট্যুইটারে ভিডিও ক্লিপটি শেয়ার করে লিখেছেন, ‘‘ ১০০ কেজি ওজনের, ৬.১ মিটার লম্বা অজগরটিকে উদ্ধার করা হয়েছে ঝাড়খন্ডের ধানবাদে৷’’ তবে ‘দ্য মিরর’-এর প্রকাশিত প্রতিবেদনে দাবি, এই অজগরটিকে পাওয়া গিয়েছে ডোমিনিকা বৃষ্টিঅরণ্যে ৷ ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়েছে @fakrulazwa অ্যাকাউন্ট থেকে ৷ ওই প্ল্যাটফর্মে এখনও অবধি ৭৯ মিলিয়ন বার দেখা হয়েছে ৷ ওই একই অ্যাকাউন্ট থেকে আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বিশালাকায় সাপটিকে গাড়িতে রাখতে গিয়ে নাজেহাল অবস্থা ৷
advertisement
আরও পড়ুন : শরীরচর্চা বন্ধ করে দিলে কী কী সমস্যা হতে পারে? জেনে নিয়ে সতর্ক হন এখনই!
ভারতীয় সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, এই সাপ ঝাড়খণ্ডে পাওয়া যায়নি ৷ ধানবাদের স্থানীয় প্রশাসনও দাবি করেছে, জেলার কোনও অংশে এই সাপ পাওয়া যায়নি ৷ তাছাড়া জেসিবি মেশিনে এত বড় সাপ তোলার কোনও খবরও নেই ৷
‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া সাপটি কী প্রজাতির, তা জানা যায়নি ৷ কিন্তু অধিকাংশের ধারণা, এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বোয়া কনস্ট্রিক্টর ৷ এই প্রজাতির সাপ ১৩ ফুট অবধি লম্বা হতে পারে ৷