ভারতীয় বিবাহ (Viral Video) আগে এবং পরে উভয় সময়েই নানা আনুষ্ঠানিকতায় ভরা থাকে। আসলে বিবাহের মন্ত্রপাঠের বা সাতপাকের আগেই হয় 'মালা বদল' বা 'জয়মালা' অনুষ্ঠানটি। যেখানে বর এবং বরের সমস্ত পরিবার এবং বন্ধুদের মধ্যে মঞ্চে মালা বিনিময় চলে। বাঙালিদের মালা বদলে অবশ্য শুধুই বরকে মালা পড়ান বউ এবং ছাদনাতলায় সেই মালা বদল করেন বর। সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে এমনই এক অনুষ্ঠানে এক কনেকে তার বরকে মালাবদলের মঞ্চেই তুমুল বকাঝকা করতে দেখা যায়।
advertisement
এই অনুষ্ঠানটিকে সাধারণত একটি মজার অংশ হিসাবে বিবেচনা করা হয় যেখানে বর এবং কনে উভয়েই মালা বিনিময়ের আগে একে অপরের থেকে নিজেকে দূরে টেনে সরিয়ে অপরকে জ্বালাতন করে থাকেন। তাতে দুই পরিবারই বেজায় মজা পায়। কিন্তু বিয়ের মজার এই পর্বে দেখা গেল অন্য ছবি। এই ভিডিওতে (Viral Video) চোখ রাখলেই বোঝা যায় কনে একেবারেই না-খুশ এই গোটা পর্বটায়। বরং বেশ রাগান্বিত হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন:চিরস্থায়ী হবে সুখ এবং ঐশ্বর্য; দীপাবলিতে দেবী লক্ষ্মীর আবাহনে ঘর সাজান এই ভাবে!
দেখা যায় যখন অনুষ্ঠান হল এবং কনে বরের গলায় মালা পরাতে এগিয়ে গেল, তখন তার বন্ধুরা বরকে টেনে দূরে সরিয়ে নিয়ে যায়। আর তাতেই রেগে লাল কনে। শুধু তাই নয়, সে বরকে বিয়ের সমস্ত অতিথিদের সামনেই রীতিমত বকাঝকা করতে থাকে। বর আবার একই জিনিস চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে তার নববধূ রাগ দেখে মেনে নেয়।
অবশ্য এটি প্রথমবার নয়। এমন কাণ্ড কোনও বিয়েতে ঘটেছে আগেও। আসলে এই গোটা বিবাহ পর্বটিই মানুষের মধ্যে অদ্ভুত আবেগ নিয়ে আসে এবং প্রত্যেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতেই পারেন।