Diwali Home Decoration: চিরস্থায়ী হবে সুখ এবং ঐশ্বর্য; দীপাবলিতে দেবী লক্ষ্মীর আবাহনে ঘর সাজান এই ভাবে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Diwali 2021: বিশ্বাস করা হয় যে দীপাবলির রাতে দেবী লক্ষ্মী মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
স্বস্তিকা বাড়ির মূল দরজায় (Diwali Home Decoration) স্বস্তিক চিহ্ন লাগানোও (Diwali Decoration) খুব শুভ। এই চিহ্ন মা লক্ষ্মীকে খুব খুশি করে বলে বিশ্বাস করা হয়। পিতল, রুপোলি প্লাস্টিক বা কাগজের তৈরি স্বস্তিক চিহ্ন নিজের বাড়ির দরজার সামনে রাখতে পারি আমরা। বিশ্বাস করা হয় যে প্রতীকটি ঘর থেকে সমস্ত নেতিবাচক বা নেগেটিভ শক্তি দূর করে।
advertisement
advertisement
তোরণ দীপাবলিতে (Diwali Home Decoration) প্রধান দরজার কাছে একটি তোরণ স্থাপন করলে ভালো হয়। বিশ্বাস করা হয় যে দীপাবলির দিন, দেবী লক্ষ্মী প্রধান দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং তাঁকে স্বাগত জানাতে একটি তোরণ স্থাপন করা হয়। তোরণ সাধারণত আমের পাতা, কলার পাতা এবং ফুল দিয়ে তৈরি করা হয়। যদি নিজে হাতে এটি তৈরি করা যায় তাহলে তো খুব ভালো। যদি নিজে হাতে তোরণ তৈরি করা সম্ভব না হয় তাহলে বাজারে এরকম রেডিমেড তোরণ অনেক পাওয়া যায়, তা কিনে এনে টাঙিয়ে দিলেই হল।