Viral: Bollywood-এর সুপারহিট ছবিকে মানাবে হার! সংসার জীবন মাত্র ৫ মাসের, দাঁড়িয়ে বউয়ের আরও এক বিয়ে দিলেন স্বয়ং বর, Viral

Last Updated:
Viral: বিয়ের সব আয়োজন থেকে খরচাপাতি সব ভারও নিজের হাতেই তুলে নেন পঙ্কজ। ঠিক যেন সিনেমার গল্প।
1/6
গত মে মাসে বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল কানপুরের বাসিন্দা পঙ্কজ শর্মা ও কোমলের। দুই পরিবার খুশিই ছিল এই বিয়েতে। পঙ্কজ নিজেও সুখী হয়েছিলেন জীবনে কোমলের মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে। স্ত্রীকে তাঁর পছন্দও হয়েছিল। বিয়ে মিটে যায় আনন্দ করে। কিন্তু সমস্যা শুরু হয় স্ত্রী কোমল শ্বশুরবাড়িতে আসার পর থেকেই ।
গত মে মাসে বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল কানপুরের বাসিন্দা পঙ্কজ শর্মা ও কোমলের। দুই পরিবার খুশিই ছিল এই বিয়েতে। পঙ্কজ নিজেও সুখী হয়েছিলেন জীবনে কোমলের মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে। স্ত্রীকে তাঁর পছন্দও হয়েছিল। বিয়ে মিটে যায় আনন্দ করে। কিন্তু সমস্যা শুরু হয় স্ত্রী কোমল শ্বশুরবাড়িতে আসার পর থেকেই ।
advertisement
2/6
পঙ্কজ লক্ষ্য করেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী কারও সঙ্গে ভাল করে কথা বলছেন না। সবসময় মনমরা হয়ে থাকেন। এমনকি তাঁর থেকেও দূরত্ব রেখে চলেন কোমল।প্রথমদিকে স্বামী পঙ্কজ বুঝতে পারেননি কেন কোমল এমন করছেন। মনে হয়েছিল নতুন পরিবারে মানিয়ে নিতে হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু ভুল ভাঙে এরপরেই। থাকতে না পেরে পঙ্কজকে একদিন আসল কারণ কোমল খোলাখুলি জানান। তিনি জানান, পিন্টু নামে এক যুবককে কোমল পছন্দ করেন। আর তাঁকেই বিয়ে করতে চান।
পঙ্কজ লক্ষ্য করেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী কারও সঙ্গে ভাল করে কথা বলছেন না। সবসময় মনমরা হয়ে থাকেন। এমনকি তাঁর থেকেও দূরত্ব রেখে চলেন কোমল।প্রথমদিকে স্বামী পঙ্কজ বুঝতে পারেননি কেন কোমল এমন করছেন। মনে হয়েছিল নতুন পরিবারে মানিয়ে নিতে হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু ভুল ভাঙে এরপরেই। থাকতে না পেরে পঙ্কজকে একদিন আসল কারণ কোমল খোলাখুলি জানান। তিনি জানান, পিন্টু নামে এক যুবককে কোমল পছন্দ করেন। আর তাঁকেই বিয়ে করতে চান।
advertisement
3/6
পঙ্কজ লক্ষ্য করেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী কারও সঙ্গে ভাল করে কথা বলছেন না। সবসময় মনমরা হয়ে থাকেন। এমনকি তাঁর থেকেও দূরত্ব রেখে চলেন কোমল।
পঙ্কজ লক্ষ্য করেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী কারও সঙ্গে ভাল করে কথা বলছেন না। সবসময় মনমরা হয়ে থাকেন। এমনকি তাঁর থেকেও দূরত্ব রেখে চলেন কোমল।
advertisement
4/6
অগত্যা বিষয়টি পারিবারিক আদালতে যায়। সেখানে পঙ্কজ, কোমল, পিন্টু ও দুই পরিবারের লোকজন হাজির ছিলেন। সেখানেও কোমল সাফ জানিয়ে দেন তিনি পিন্টুর সঙ্গেই জীবন কাটাতে চান।
অগত্যা বিষয়টি পারিবারিক আদালতে যায়। সেখানে পঙ্কজ, কোমল, পিন্টু ও দুই পরিবারের লোকজন হাজির ছিলেন। সেখানেও কোমল সাফ জানিয়ে দেন তিনি পিন্টুর সঙ্গেই জীবন কাটাতে চান।
advertisement
5/6
এই ঘটনার পর একটি বেসরকারি সংস্থায় কর্মরত পঙ্কজ স্থির করেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দেবেন। সেইমত গত শুক্রবার তিনি কোমল ও পিন্টুর বিয়ে দেন। বিয়ের সব আয়োজন থেকে খরচাপাতি সব ভারও নিজের হাতেই তুলে নেন পঙ্কজ। ঠিক যেন সিনেমার গল্প।
এই ঘটনার পর একটি বেসরকারি সংস্থায় কর্মরত পঙ্কজ স্থির করেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দেবেন। সেইমত গত শুক্রবার তিনি কোমল ও পিন্টুর বিয়ে দেন। বিয়ের সব আয়োজন থেকে খরচাপাতি সব ভারও নিজের হাতেই তুলে নেন পঙ্কজ। ঠিক যেন সিনেমার গল্প।
advertisement
6/6
আইনজীবী ডেকে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও পিন্টুর সঙ্গে আইনত বিয়ে দুই সইসাবুদ মেটানোর ব্যবস্থা করেন পঙ্কজ। পিন্টুর সঙ্গে কোমলের এই বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পরিবারের মানুষ ও আত্মীয় পরিজনও। ঘরশূন্য হয়েছে পঙ্কজের। তবে দাঁড়িয়ে থেকে ৫ মাস আগে বিয়ে করা স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিয়ে এলাকায় নায়ক এখন কানপুরের পঙ্কজ।
আইনজীবী ডেকে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও পিন্টুর সঙ্গে আইনত বিয়ে দুই সইসাবুদ মেটানোর ব্যবস্থা করেন পঙ্কজ। পিন্টুর সঙ্গে কোমলের এই বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পরিবারের মানুষ ও আত্মীয় পরিজনও। ঘরশূন্য হয়েছে পঙ্কজের। তবে দাঁড়িয়ে থেকে ৫ মাস আগে বিয়ে করা স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিয়ে এলাকায় নায়ক এখন কানপুরের পঙ্কজ।
advertisement
advertisement
advertisement