আরও পড়ুনঃ চায়ে মেশাচ্ছেন দুধ-চিনি? শরীরে কী হচ্ছে জানেন? ডায়াবেটিস সমস্যা থাকলে কিন্তু সাবধান! টিপস বিশেষজ্ঞের
চা খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা একেবারেই কম। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের সঙ্গে এক কাপ চা না হলে যেন দিনই শুরু হয় না। শুধু সকাল কেন বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা অফিসের মিটিং এক কাপ চা হলে যেন আমেজটাই বদলে দেয়। চা সকলের অত্যন্ত পছন্দের একটি পানীয়। দিনে একাধিকবার আমরা চা খেয়ে থাকি |
advertisement
আর এই মানুষের নিত্যদিনের ভালবাসার জিনিস অল্প বাজেটে ব্যবসা করতে চাকেই বেছে নিয়েছে আশুতোষ কলেজের প্রাক্তন ছাত্রী হাওড়ার পাপিয়া ঘোষাল। আর রাশিয়ান ভাষায় আমি চা ভালবাসি সেই নামেই রেখেছেন ‘The Amo chai’ নামে তাঁর দোকান। অভিনেত্রী থেকে চা দোকানি, ভাইরাল রাশিয়ান দিদির এই চায়ের দোকানে বিকেল থেকেই জনসমুদ্র নামে। সকল মানুষের কথা ভেবে ৭ টাকা থেকে শুরু এলাচি চায়ের দাম। পরবর্তীকালে চায়ের সঙ্গে আরও নানা আইটেম রাখার কথা বলেন ভাইরাল চা দিদি।
২০১৫ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্কুল অফিসিয়াল চাকরিতে যোগদান। স্কুল স্কুলে চাকরি করার সঙ্গে মডেলিং এ যোগদান। চাকরির সঙ্গে কয়েক বছর মডেলিং করার পর হাতে সেভাবে কাজ মিলছে না। এরপর ২০১৮ সালে এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স করেন। তারপর বিভিন্ন এয়ারওয়েজ কোম্পানিত চাকরির জন্য আবেদন। শেষমেষ কাতার এয়ারওয়ে সিলেকশন ২০২০ সালে দুর্ভাগ্যবশত চাকরিতে সিলেকশনের পরেই লকডাউন। এরপর হোটেল সেলস ও পি আর কাজে যোগ দেওয়া। তারপর বাবার মৃত্যু জীবনে আরও কঠিন সময়। পরিবারের হাল ধরতে তাই বাধ্য হয়ে চা বিক্রেতার পথ বেছে নিয়েছেন হাওড়ার পিয়ালী।
আরও পড়ুনঃ চায়ে মেশাচ্ছেন দুধ-চিনি? শরীরে কী হচ্ছে জানেন? ডায়াবেটিস সমস্যা থাকলে কিন্তু সাবধান! টিপস বিশেষজ্ঞের
বিগত দিনের তাঁর নানা পেশা ছেড়ে এমন উদ্যোগ কেন সে বিষয়ে জানান ভাইরাল চা দিদি। মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা পাপিয়ার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। একটি মেয়ে হয়ে হঠাৎ চায়ের দোকান খোলাকে ভাল চোখে দেখেনি সমাজ। তাও সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একা কিছু করে দেখাতে চায় হাওড়ায় পাপিয়া।
রাকেশ মাইতি