কংসাবতী জলাধারের নীল জলরাশির উপর নৌকা ভ্রমণ পর্যটকদের বিশেষ আকর্ষণ।
সকাল থেকেই পিকনিকের রান্নাবান্না শুরু হয় বিভিন্ন দলে। পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে এবছর মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে জলাধারের পাড় ধরে থাকা রাস্তায় আঁকা হয়েছে রঙিন আলপনা।
advertisement
স্থানীয় ব্যবসায়ী ও নৌ-চালকেরা জানান, পরীক্ষার মরশুম চলায় পর্যটকের সংখ্যা তুলনামূলক কিছুটা কম হলেও বড়দিন, নববর্ষ এবং ডিসেম্বর-জানুয়ারি জুড়ে পর্যটকের ঢল নামবে বলে তাঁরা আশাবাদী। এদিকে, পর্যটকদের নিরাপত্তায় কড়া নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন।
নৌকা ঘাট থেকে জলাধারের পাড় পর্যন্ত চলছে নিয়মিত পুলিশ টহল, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম রবিবারেই পর্যটকদের ভিড়ে জমে উঠেছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র।
প্রতিবছর ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় পর্যটন মরশুম, পর্যটন মরশুম এই বছর এগিয়ে চলে এসেছে অনেকটা। দুর্দান্ত শীত পড়েছে বাঁকুড়ায়, আর সেই কারণেই পর্যটকদের মন টানছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। সকাল থেকে ধরা পড়েছে দুর্দান্ত ভিড়, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পিকনিক। বহু মানুষ পিকনিক করছেন বসে রয়েছেন কংসাবতী জলাধারে পাড়ে। ব্যবসায়ীদের চোখে মুখে একটা আনন্দের ছাপ।





