TRENDING:

Trick to boil chana dal : আগের রাতে চানা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছেন? চিন্তা নেই, এই উপায় মানলে না ভেজানো চানাও সুসিদ্ধ হবে

Last Updated:

Trick to boil chana dal : কী সর্বনাশ! দেখলেন আগের রাতে চানাডাল ভিজিয়ে রাখতেই ভুলে গিয়েছেন! এ বার কী করে সিদ্ধ করবেন এই ডাল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বাদে ও পুষ্টিমূল্যে ডালের বিকল্প ভারতীয় খাবারে বিশেষ নেই৷ তবে ডাল ঠিকমতো সিদ্ধ না হলে স্বাদ ও পুষ্টি, দু’য়েরই দফারফা৷ ভাল করে ডাল সিদ্ধ করার জন্য সময় নিয়ে ভিজিয়ে রাখা প্রয়োজন৷ রান্নার বেশ কিছু ক্ষণ আগে থেকে ডাল ভিজিয়ে রাখতে হবে৷ কিছু ডাল, যেমন চানা বা রাজমা তো ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাতে৷(Trick to boil chana dal which has not been not soaked overnight)
ডাল ঠিকমতো সিদ্ধ না হলে স্বাদ ও পুষ্টি, দু’য়েরই দফারফা
ডাল ঠিকমতো সিদ্ধ না হলে স্বাদ ও পুষ্টি, দু’য়েরই দফারফা
advertisement

কিন্তু ধরুন এক দিন সকালে আপনাকে চানাডাল করতে হবে৷ হয়তো বাড়িতে অতিথিরা আসবেন৷ তাঁদের সামনে সাজিয়ে দেবেন ছোলে বাটুরে ও চানাডাল৷ কিন্তু কী সর্বনাশ! দেখলেন আগের রাতে চানাডাল ভিজিয়ে রাখতেই ভুলে গিয়েছেন! এ বার কী করে সিদ্ধ করবেন এই ডাল? আগে এরকম পরিস্থিতি হলে তো অন্য রেসিপি রাঁধা ছাড়া কোনও উপায় ছিল না৷ কিন্তু রেসিপি না পাল্টে আছে অন্য উপায়ও৷

advertisement

আরও পড়ুন : সাদা না খয়েরি, কোন ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী?

কীভাবে রাতভর ভিজিয়ে না রেখেও সিদ্ধ করা যাবে চানাডাল? তার জন্য এক কাপ জল নিয়ে ফুটতে দিন৷ এর পর জলটা একটা ঢাকনা-সহ এয়ারটাইট পাত্রে রাখুন৷ দ্রুত তার মধ্যে ধুয়ে রাখা ছোলে ঢেলে দিন৷ এ বার একটা ঢাকনা দিয়ে ভাল করে ঢেকে রাখুন৷ ১৫ মিনিট এভাবে রাখার পর জল ঠান্ডা হয়ে গলে ঢাকনা সরিয়ে দিন৷ এ বার ধীরে ধীরে জল ঠান্ডা হওয়ার জন্য রাখুন৷ দেখুন. চানা নরম হয়ে গিয়েছে৷ রান্নার জন্য সম্পূর্ণ তৈরি৷ এ বার সিদ্ধ করতে আর কোনও সমস্যাই থাকবে না৷

advertisement

আরও পড়ুন : গর্ভে সন্তানধারণ না করেও মা হওয়া যায়, আন্তর্জাতিক নারী দিবসে জেনে নিন আইভিএফ-এর খুঁটিনাটি

আরও পড়ুন : গর্ভস্থ শিশুর কথা ভেবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফলটি নিয়মিত খান

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তাই এ বার আর কোনও চিন্তাই নেই৷ রাতভর চানা ভিজিয়ে না রাখলেও প্রেশার কুকারে সুসিদ্ধ হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Trick to boil chana dal : আগের রাতে চানা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছেন? চিন্তা নেই, এই উপায় মানলে না ভেজানো চানাও সুসিদ্ধ হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল