আরও পড়ুনঃ ব্লাড সুগারের যম! বাজার থেকে আজই আনুন এই ৫ সবজি! এক মাসে পালাবে ডায়াবেটিস
আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এথনিক পোশাকের সঙ্গে করার মতো কয়েকটি হেয়ার স্টাইলের প্রসঙ্গ। মিডিয়াম লং লেন্থ চুলে এই ধরণের স্টাইলআপ খুব সহজেই করা যায়। এর জন্য প্রথমে মাথার দু পাশ থেকে চুলের ছোট ছোট দুটো সেকশন করে নিন।
advertisement
এবার চুলটাকে সামনের দিক থেকে ট্যারা করে সেকশন করে নিন। এবার চুলটাকে ব্যাকব্রাশ করে নিন। একইভাবে অন্য অংশের চুলটাও এভাবে আটকে নিন। হালকা ক্লিম্পারও করতে পারেন। এরপর সেটাকে চিরুনির সাহায্যে একটু ভলিউম দিয়ে হালকা হালকা টেনে ফুলিয়ে ফাঁপিয়ে নিতে হবে।
এবার ওই অংশটাকে দড়ির মতো টুইস্ট করে পিছনের দিয়ে পিন করে নিন। তারপর চুল থেকে কিছুটা নিয়ে গোল করে রোল করে নিন। দেখবেন রোল করা চুলটা ঠিক গোলাপ ফুলের মতন দেখাবে। এইভাবে তিনটা রোল করে গোলাপ বানিয়ে নিতে পারেন। এবার একটা সরু ক্লিপ দিয়ে গোল করে পাকানো চুলটা সিকিওর করে নিন।
এইভাবে আটকে নেওয়ার পর গোলাপের নীচের অংশের চুল কার্লার দিয়ে ভাল করে কার্ল করে নিয়ে চুল টা ছেড়ে দিলেই রেডি। সবশেষে হেয়ার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন। এবার পছন্দ সহিত পোশাকের ম্যাচিং ফুল নিয়ে কানের গোড়ায় একটু নীচু করে লাগিয়ে নিলেই তৈরি আপনার লুক। গোল বা লম্বাটে মুখে এই হেয়ারস্টাইল খুব ভাল যাবে।
প্রথমেই মাথার মাঝখানে সিঁথি করে চুলটা আঁচড়ে নিতে হবে। সামনের দিকের অংশে মুস লাগিয়ে নিয়ে চুলটা সেট করে নিতে হবে।যাতে উড়ো চুল বেরিয়ে না থাকে। এক্ষেত্রে হেয়ার জেল বা সিরাম লাগিয়ে চুল সেট করে নিলেও ভাল। তারপর চুল টা উপর থেকে নীচের অংশ ভাল করে আঁচড়ে নিতে হবে।
এরপর সামনের অংশের চুলটা টেনে কানের নীচের অংশে ক্লিপ দিয়ে সেট করে নিতে হবে। এরপরে নীচের অংশের চুল টা গোড়া থেকে গার্ডার দিয়ে বেঁধে নিতে হবে। লম্বা চুলের পাশাপাশি ছোট চুলের ক্ষেত্রে এই খোঁপা বেশ ভাল। এরপরে পুরো চুলটা উপরে তুলে গোড়ায় দুপাশে দুটো ক্লিপ সেট করে নিয়ে চুল টা ফুলিয়ে ফাঁপিয়ে নীচে বেন্ট করে চুলের নীচের অংশ গুটিয়ে মাথার নীচে অর্থাৎ ঘাড়ের কাছে ক্লিপ দিয়ে সেট করে নিলেই খুব সহজেই খোঁপা তৈরি।
সবশেষে হেয়ার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন। এবার পছন্দ সহিত পোশাকের ম্যাচিং ফুল নিয়ে খোঁপার নীচে রাউন্ড করে লাগিয়ে নিলেই তৈরি আপনার লুক।
সুস্মিতা গোস্বামী