TRENDING:

ঝাঁকে, ঝাঁকে ময়ূর...! পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র নরাহারা ড্যাম, ময়ূর দেখার আদর্শ স্থান!

Last Updated:

Travel: হাতে দু-দিন সময় থাকলে কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া। এই জেলার প্রাকৃতিক পরিবেশ মন ভাল করে দেয় পর্যটকদের। পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, পুরুলিয়া : হাতে দু-দিন সময় থাকলে কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া। এই জেলার প্রাকৃতিক পরিবেশ মন ভাল করে দেয় পর্যটকদের। পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম।
advertisement

বেড়ানোর পাশাপাশি এই ড্যামে বাড়তি আকর্ষণ ময়ূর দেখা। শীতের এই সময়তে ঝাঁকে, ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই নরাহারা ড্যামে। আশেপাশের বিভিন্ন জমিগুলিতে ময়ূর বিচরণ করতে দেখা যায় এই সময়তে।

আরও পড়ুন: আগামী তিনদিন…! ১২, ১৩, ১৪ ডিসেম্বর ভারী বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়ার হুঁশিয়ারি ৫ রাজ্যে, শৈত্যপ্রবাহ সতর্কতা ২ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

পর্যটনে বাড়তি আকর্ষণ এই ময়ূর। যা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে। এ বিষয়ে গ্রামের বাসিন্দা রহিন মাহাতো ও লোচন মাহাতো বলেন,  শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে তাদের এই এলাকায়। বহু মানুষ ভিড় করেন এখানে।

View More

অসংখ্য ময়ূর রয়েছে নরাহারা ড্যাম ও পাহাড় জুড়ে। ময়ূরগুলি প্রতিদিন পাহাড় থেকে নীচে নেমে এসে ধানক্ষেত ও আশেপাশের এলাকায় ঘুরে বেড়ায়। ‌তারা প্রায় প্রতিদিনই ময়ূর দেখতে পান। পর্যটকেরাও ময়ূর দেখতে ছুটে আসেন এই সময়।

advertisement

আরও পড়ুন: ১০০ রোগের ‘রেমেডি’…! শীতকালের ‘স্বর্গ’ সস্তার সবুজ ‘শাকটি’! আয়ুর্বেদের ‘আশীর্বাদ’, হার্ট রাখে ভাল, বাজারে দেখলেই ব্যাগে ভরুন!

পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম। অনেকেই পিকনিকের জন্য নিরিবিলি এই অফবিট পিকনিক স্পটে আসেন। এই ড্যামের স্বচ্ছ জলরাশি ও স্নিগ্ধ পরিবেশ ভ্রমণ প্রেমীদের মনে দাগ কাটে।‌ ঝালদা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই অবস্থিত এই ড্যাম। ‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝাঁকে, ঝাঁকে ময়ূর...! পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র নরাহারা ড্যাম, ময়ূর দেখার আদর্শ
আরও দেখুন

ট্রেনে বা বাসে করে ঝালদা গিয়ে, যে-কোনও টোটো গাড়ি রিজার্ভ করে অনায়াসেই এই ড্যাম থেকে ঘুরে আসা যায়। এই ড্যামের কাছে গড়ে ওঠেনি কোনও হোটেল, রিসোর্ট, হোমস্টে। তাই এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। নির্জন, নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ এই নরাহারা ড্যাম।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝাঁকে, ঝাঁকে ময়ূর...! পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র নরাহারা ড্যাম, ময়ূর দেখার আদর্শ স্থান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল