বেড়ানোর পাশাপাশি এই ড্যামে বাড়তি আকর্ষণ ময়ূর দেখা। শীতের এই সময়তে ঝাঁকে, ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই নরাহারা ড্যামে। আশেপাশের বিভিন্ন জমিগুলিতে ময়ূর বিচরণ করতে দেখা যায় এই সময়তে।
advertisement
পর্যটনে বাড়তি আকর্ষণ এই ময়ূর। যা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে। এ বিষয়ে গ্রামের বাসিন্দা রহিন মাহাতো ও লোচন মাহাতো বলেন, শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে তাদের এই এলাকায়। বহু মানুষ ভিড় করেন এখানে।
অসংখ্য ময়ূর রয়েছে নরাহারা ড্যাম ও পাহাড় জুড়ে। ময়ূরগুলি প্রতিদিন পাহাড় থেকে নীচে নেমে এসে ধানক্ষেত ও আশেপাশের এলাকায় ঘুরে বেড়ায়। তারা প্রায় প্রতিদিনই ময়ূর দেখতে পান। পর্যটকেরাও ময়ূর দেখতে ছুটে আসেন এই সময়।
পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম। অনেকেই পিকনিকের জন্য নিরিবিলি এই অফবিট পিকনিক স্পটে আসেন। এই ড্যামের স্বচ্ছ জলরাশি ও স্নিগ্ধ পরিবেশ ভ্রমণ প্রেমীদের মনে দাগ কাটে। ঝালদা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই অবস্থিত এই ড্যাম।
ট্রেনে বা বাসে করে ঝালদা গিয়ে, যে-কোনও টোটো গাড়ি রিজার্ভ করে অনায়াসেই এই ড্যাম থেকে ঘুরে আসা যায়। এই ড্যামের কাছে গড়ে ওঠেনি কোনও হোটেল, রিসোর্ট, হোমস্টে। তাই এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। নির্জন, নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ এই নরাহারা ড্যাম।





